মুসলিম যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছিলেন BJP নেতা, পাঁচকান হতেই তুমুল কটাক্ষ, তারপর যা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডের (Uttarakhand) পাউরি শহরের পুরসভার চেয়ারম্যান তথা বিজেপি নেতা (BJP Leader) যশপাল বেনাম (Yashpal Benam) নিজের কন্যার বিয়ে ঠিক করেছিলেন ভিন্ন ধর্মের পাত্রের সঙ্গে। খবর চাউর হতেই জোর কটাক্ষের মুখে পড়েন ওই বিজেপি নেতা। তারপর আর কী! বাধ্য হয়ে মেয়ের বিয়েই বাতিল করে দিলেন তিনি।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ২৮ মে যশপাল তার কন্যার বিয়ের দিন ঠিক করেছিলেন এক মুসলিম পাত্রের সঙ্গে। মেয়ের ইচ্ছেতেই হচ্ছিল চার হাত এক। তবে ছেলে অন্য ধর্মের হওয়ায় হিন্দুত্ববাদী লোকের রোষের মুখে পড়তে হয় নেতাকে। মেয়ের বিয়ে নিয়ে নানা ভাবে কটাক্ষ করা হয় তাকে।

মূলত সমাজমাধ্যমকে হাতিয়ার করেই সমালোচনায় সরব হন হিন্দুত্ববাদী লোকেরা। সূত্রের খবর, কোনও ভাবে মেয়ের বিয়ের কার্ডের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিজেপি নেতার কন্যার ভিন্ন ধর্মে বিয়ে হচ্ছে দেখে কটাক্ষ থেকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেন।

নেতার অভিযোগ, বিজেপির সমর্থকদের পাশাপাশি বিপক্ষ দলের লোকজনও তার কন্যার বিয়ে নিয়ে কটাক্ষ করেন। এরপরই কোনো রাস্তা না পেয়ে নির্ধারিত দিনে মেয়ের বিয়ে বাতিল করেছেন নেতা। মূলত চাপের মুখে পড়েই বিয়ে ভেস্তে দিয়েছেন তিনি।

marriage

তবে আপাতত বিয়ে না হলেও পড়ে ওই যুবকের বিয়ে দিচ্ছেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। এই প্রসঙ্গে নেতা যশপাল জানিয়েছেন, জনগণ কী বলছে, সেটা তার কাছে প্রাধান্য পাচ্ছে। তাই নির্ধারিত দিনে মেয়ের বিয়ে হচ্ছে না। তবে একেবারেই সেই বিয়ে বাতিল করেছেন কী না তা নিয়ে মন্তব্য করেননি যশপাল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X