বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা মহোৎসব। নবরাত্রির নয় দিন পেরিয়ে দশেরাকে কেন্দ্র করে মানুষের মাঝে উন্মাদনা চরমে। তবে এর মাঝেই ভয়ংকর দুর্ঘটনার চিত্র উঠে এলো উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে। বীভৎস পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনের মৃত্যুর পাশাপাশি ২১ জন গুরুতর জখম। তাদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকবার্তা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
নবরাত্রি উপলক্ষ্যে গোটা দেশজুড়ে যখন আনন্দে মাতোয়ারা মানুষ, তখন একাধিক প্রান্ত থেকে পথ দুর্ঘটনার ছবি ক্রমশ সামনে এসে চলেছে। সেই ধারা বজায় রেখে এবার খাদে পড়ে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল একটি বিয়ে বাড়ির বাস।
এই ঘটনায় ইতিমধ্যেই ২৫ জন প্রাণ হারিয়েছেন। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
ঘটনার কেন্দ্রস্থল উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল এলাকা। পুলিশ সূত্রে খবর, গতকাল লালধং জেলা থেকে রওনা দেয় বাসটি। পরবর্তীতে পাউরি গাড়োয়াল এলাকায় পৌঁছতেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। প্রায় ৫০ জন যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায় এবং এই ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় ২৫ জনের। বাকিরা গুরুতর জখম বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকবার্তা পৌঁছে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মৃত এবং আহতদের পরিবারের প্রতি সবরকম সহায়তার বার্তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন উত্তরাখণ্ডের পুলিশ প্রধান জানান, “গতকাল রাতে বিয়ে বাড়ির বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ২৫ জনের মৃত্যুর পাশাপাশি ২১ জন আহত হয়েছেন। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে। বর্তমানে সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” কয়েকদিন পূর্বেই উত্তরপ্রদেশে পরপর দুটি দুর্ঘটনার কবলে পড়ে মোট ৩১ জনের মৃত্যু হয়। আর এবার উত্তরাখণ্ডে প্রাণ হারালেন ২৫ জন।