তেরঙ্গার উপর দাঁড়িয়ে সাংসদ! জাতীয় পতাকা অবমাননায় বিজেপিকে দুষছে কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে তেরঙ্গা পতাকা অবমাননা করার অভিযোগ উঠল। উত্তরাখণ্ডের (Uttarakhand) বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফুলে সাজানো তেরঙ্গার উপর তাদের দাঁড়াতে দেখা গিয়েছে। রাজ্যের কংগ্রেস (Indian National Congress) নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। কংগ্রেস অভিযোগ করেছে, উত্তরাখণ্ডে বিজেপির সদর দপ্তরে “বুথ স্বশক্তি করন অভিযান” উপলক্ষে একটি কর্মসূচি ছিল।

জানা গিয়েছে, গত ২৪ শে ফেব্রুয়ারি এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে দেখা যায় এই দৃশ্য। এক বিজেপি কর্মী দাঁড়িয়ে রয়েছেন মাটিতে সাজানো তেরঙ্গার উপরে। উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সভাপতি করন মাহারা জানিয়েছেন, বিজেপি নেতারা ক্ষমতায় এতটাই মত্ত হয়ে গিয়েছে যে তারা তেরঙ্গা পতাকাকেও অপমান করতে ছাড়ছে না। তেরঙ্গা দেশের গৌরব।

এরপরে তিনি বিজেপি রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, রাজ্যসভার সাংসদ কল্পনা সাইনি ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুষ্মন্ত কুমারকে কটাক্ষ করে বলেন, এই কান্ডের জন্য ক্ষমা চাইতে হবে দেশ ও রাজ্যের মানুষের কাছে। একদিকে একটি ছবিতে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে গেরুয়া পোশাক পরে। অন্যদিক তেরঙ্গার উপর বিজেপি নেতারা দাঁড়িয়ে অবমাননা করছেন জাতীয় পতাকাকে।

 

পাশাপাশি, মহেন্দ্র ভাটের অভিযোগ যারা এসব কাজ করেছেন তারা প্রত্যেকেই দলের বর্ষীয়ান সদস্য কিংবা রাজ্যসভার সাংসদ। প্রসঙ্গত, আগামী বছরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই, গেরুয়া শিবির থেকে শুরু করে কংগ্রেস-কম বেশি সব দলই ঘাঁটি শক্ত করতে নেমে পড়েছে। এই অবস্থায় উত্তরাখণ্ডের সাংসদকে নিয়ে এই চর্চা যে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর