বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, নামে কী বা এসে যায়? দেশের বিভিন্ন স্থানের নাম এর আগে পরিবর্তন করা হয়েছে। সাধারণ মানুষও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর এবার ফের নাম পরিবর্তন হতে চলেছে বেশ কিছু জায়গার। তবে এবার তা করছে উত্তরাখণ্ড (Uttarakhand) সরকার। একসঙ্গে ১৫ টি জায়গার নাম বদলে যাচ্ছে বলে খবর।
রাতারাতি বদল উত্তরাখণ্ডের (Uttarakhand) ১৫ টি জায়গার নাম
হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উসমানীয় সিং নগর, এই চারটি জেলার নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার এমনি ঘোষণা করা হল উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের তরফে। একসঙ্গে ১৫ টি জায়গার নাম বদল, যায় মধ্যে বেশ কিছু ঐতিহাসিক এবং জনপ্রিয় স্থানও রয়েছে।
কী কী নাম বদল হল: উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের তরফে জানানো হয়েছে, হরিদ্বারের আওরঙ্গজেবপুর এর নাম বদলে হচ্ছে শিবাজিনগর। খানপুর কুরসালির নাম বদলে হচ্ছে আম্বেদকর নগর, ঘাজিওয়ালির নাম হচ্ছে আর্যনগর, মহম্মদপুর জাটের নাম হচ্ছে মোহনপুর জাট। ইদ্রিশপুরের নাম পরিবর্তন করে হচ্ছে নন্দপুর, খানপুরের নাম কৃষ্ণপুর এবং আকবরপুর ফজলপুরের নাম বদলে রাখা হচ্ছে বিজয়পুর।
আরো পড়ুন : জলের নিচে সাক্ষাৎ “মারণাস্ত্র”! চালক ছাড়াই নিঃশব্দে ধ্বংস করবে শত্রু, সবাইকে চমকে দিল DRDO
কেন এই পরিবর্তন: এছাড়াও দেরাদুনের মিয়াওয়ালার নাম রামজিওয়ালা, পীরওয়ালার নাম কেশরি নগর করা হচ্ছে। চাঁদপুর খুর্দ এর নাম পৃথ্বীরাজনগর, আব্দুল্লানগরের নাম বদলে দক্ষনগর করা হয়েছে। অন্যদিকে নৈনিতালের নবাবি রোডের নাম বদলে রাখা হয়েছে অটল মার্গ, পাঁচাক্কি থেকে আইটিআই রোডের গুরু গোলওয়াকার রোড রাখা হচ্ছে। এছাড়া উধম সিং নগরে নগর পঞ্চায়েত সুলতান পট্টির নাম বদলে কৌশল্যাপুরী করতে চলেছে সরকার।
हरिद्वार जनपद का औरंगज़ेबपुर अब शिवाजी नगर के नाम से जाना जाएगा…
जनभावनाओं के अनुरूप हरिद्वार, देहरादून, नैनीताल और उद्धम सिंह नगर जनपदों में स्थित विभिन्न स्थानों के नाम परिवर्तित किए गए हैं। pic.twitter.com/4Vp5pEocmI
— Pushkar Singh Dhami (@pushkardhami) March 31, 2025
আরো পড়ুন : রাতারাতি চ্যানেল বদল, “বস” হয়ে নতুন শোতে সৌরভ! ‘দাদাগিরি’র সঞ্চালক পরিবর্তন?
হঠাৎ এমন নাম বদলের কারণ হিসেবে উত্তরাখণ্ড (Uttarakhand) সরকার জানিয়েছে, রাজ্যের সাধারণ মানুষের আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ঐতিহ্য এবং সংষ্কৃতির সঙ্গে তার মিলিয়েই বদল করা হচ্ছে নামগুলি। ভারতীয় সংষ্কৃতির সংরক্ষণ এবং মহান মানুষদের সম্মান জানানোয় সাধারণ মানুষকে অনুপ্রেরণা জোগানোর জন্যও নাম বদল হয়েছে বলে মন্তব্য করেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে বিজেপি। তবে পালটা প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যের আসল সমস্যাগুলি সরিয়ে রেখে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা হচ্ছে বলে কটাক্ষ শানিয়েছে কংগ্রেস।