ভারতে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে উত্তরাখণ্ড, কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী ধামী

বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষ কি ধীরে ধীরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে অগ্রসর হয়ে চলেছে? সম্প্রতি এই বিধি প্রয়োগ করার ব্যাপারে মত প্রকাশ করেন কেন্দ্র সরকারের একাধিক নেতৃত্ব আর সেই উদ্দেশ্যে এবার এক ধাপ অগ্রসর হল বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্য। সম্প্রতি, সমগ্র আইনি প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য একটি কমিটিও গঠন করেছে উত্তরাখণ্ড সরকার।

উল্লেখ্য, উত্তরাখণ্ড বিধানসভা ভোটের প্রাক্কালে সেখানকার জনসাধারণের কাছে বিজেপি প্রতিশ্রুতি দিয়ে জানায় যে, একবার ক্ষমতায় আসলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সম্প্রতি ভোটে জয়লাভ করে উত্তরাখণ্ডে ক্ষমতায় বসেছে তারা আর এবার সেই প্রতিশ্রুতি মতই আসরে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। দ্রুত এই বিধি কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি এবং সমস্ত আইনি প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য বর্তমানে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে খবর। ফলে আগামী দিনে উত্তরাখণ্ডে যদি এই আইনটি বলবৎ করা হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

   

অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষের জন্য একটি নির্দিষ্ট আইন কার্যকর করা হয়। এক্ষেত্রে আইন সবার জন্য সমান আর সেই উদ্দেশ্যেই রাজ্য সরকারের দ্বারা বর্তমানে গঠন করা হয় বিশেষ কমিটি, যেখানে রয়েছেন বিচারপতি প্রমোদ কোহলি, মনু গৌড়, উপাচার্য সুরেখা ডাঙওয়াল এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিংহ।

বর্তমানে রাজ্যের সকল ধর্মের মানুষের জন্য এই আইন কার্যকর করার দিকটি তৈরি করাই হবে এই কমিটির প্রধান দায়িত্ব। এদিন সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী লেখেন, “সরকারের এই সিদ্ধান্ত উত্তরাখণ্ডের সংস্কৃতি রক্ষা করার পাশাপাশি সমস্ত ধর্মের মানুষের মধ্যে সাম্য আনবে।” যদিও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার স্বপ্ন বহুদিন ধরেই দেখে চলেছে বিজেপি দল। অতীতে নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহেরা একাধিকবার এই আইন কার্যকর করার ব্যাপারে মত প্রকাশ করেন। বিজেপি নেতা রাজনাথ সিং একদা বলেন, “খুব শীঘ্র গোটা দেশে সমস্ত ধর্মের মানুষের জন্য একই আইন কার্যকর করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি গোয়াতে কার্যকর করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি এবং ভবিষ্যতে উত্তরাখণ্ড হয়ে গোটা দেশে এটি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্র সরকার ক্রমশ শান দিয়ে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর