CBI-র আতস কাঁচের নীচে এবার শিলিগুড়ি! বাম আমলে পুরসভার Group C নিয়োগ নিয়ে ধন্দ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। যেদিকেই দেখা যাচ্ছে উঠে আসছে কেলেঙ্কারির অভিযোগ। ঝোলা থেকে বেরিয়ে পড়ছে বেড়াল। অয়ন শীলের গ্রেফতারির পর থেকে পুরসভার নিয়োগেও হদিশ মিলেছে দুর্নীতির। সম্প্রতি এই রহস্যের কিনারা করতে সিবিআই (CBI) এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ধৃত অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে যেসমস্ত পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার করেছিল ইতিমধ্যেই ইডির কাছ থেকে তা সংগ্রহ করছে সিবিআই। দেখা গিয়েছে, পুরনিয়োগে দুর্নীতির সেই তালিকায় শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Corporation) পাঁচ বছর আগে হওয়া গ্রুপ সি নিয়োগের প্রশ্নও উঠে এসেছে। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে তবে কী এবার উত্তরবঙ্গে পা রাখতে চলেছে সিবিআই? প্রশ্ন উঠছে।

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে শিলিগুড়ি পুরনিগমে গ্রুপ সি পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, সেই সময় ক্ষমতাসীন বাম বোর্ডকে অমান্য করে গ্রুপ সি পদে ১৮ জনের নিয়োগের সুপারিশ করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কমিশন নির্দেশ করায় তা কার্যকর করতে বাধ্য হয় বামফ্রন্ট পরিচালিত পুরবোর্ড। এমনটাই দাবি বামেদের।

smc

জানা গিয়েছে, চাকরি পাওয়া ওই ১৭ জন মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া এই তিন জেলার বাসিন্দা। এই বিষয়ে, শিলিগুড়ির সিপিএম কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, “কমিশন যা সুপারিশ করেছিল, কর্পোরেশন বাধ্য ছিল সেটাকে বাস্তবায়িত করতে। যদি কোনও অসঙ্গতি, অন্যায়, কোনও বেআইনি কাজ হয়ে থাকে বলব শিলিগুড়িতেও সিবিআই তদন্ত হোক।”

বিষয়টি সামনে আসতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এই জেলার ছেলে মেয়েদের চাকরি হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অন্য জেলা থেকে এনে এই চাকরি দেওয়ার প্রথা তৃণমূল তৈরি করেছে, সিবিআই তদন্ত হওয়া দরকার।”

অন্যদিকে, এই বিষয়ে পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর প্রশ্ন তুলে মেয়র গৌতম দেব বলেন, “এই সংস্থাগুলির যে ডিগনিটি ছিল, সেটার এত রাজনীতিকরণ হচ্ছে যে, তারা কোর্টের নির্দেশে তদন্ত করলেও, তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকছে না।” শাসক-বিরোধী তরজা তো থাকবেই তবে শিলিগুড়িতে সিবিআই সফরের সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা এই মুহূর্তে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর