বাংলাহান্ট ডেস্ক: দীপাবলির আগেই এলো বড়সড় চমক। স্বস্তি ফিরল যোগীরাজ্যের আমজনতার। উৎসবের মরশুমে উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিদ্যুতের বিল বাড়ানো হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিদ্যুৎ কর্পোরেশনের পক্ষ থেকে জ্বালানির সারচার্জ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে, প্রতি ইউনিটের জন্যেই উপভোক্তারা লাভের মুখ দেখতে পারবেন।
জানা গিয়েছে, প্রতি ইউনিট বিদ্যুতের হার ১৮ থেকে কমিয়ে ৬৯ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে, উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকাগুলিতে মিটারবিহীন পরিবারগুলির কাছ থেকে প্রতি কিলো ওয়াটের হিসেবে ৫০০ টাকা নেওয়া হয়। এই পরিবর্তনের পরে, প্রতি মাসে প্রতি কিলোওয়াট অনুসারে ৫০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমে যাবে।
আরোও পড়ুন : পাত্তা পেল না বিয়ার, হুইস্কি! পুজোয় হিট দেশী, এই জেলাতে বিক্রি ৩০ কোটির বাংলা
একইভাবে কৃষকদের এক হর্স পাওয়ারের জন্য ৪৮.৪৩ টাকা কম দিতে হবে। পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জন্য একটি প্রস্তাব দাখিল করা হয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবের আওতায় এপ্রিল, মে ও জুন মাসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া সারচার্জ পরবর্তী তিন মাসের জন্য ফেরত দিতে হবে।
এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০২৩ সালের জুলাইয়ে ইউনিট প্রতি ৬১ পয়সা জ্বালানি সারচার্জের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর ভোক্তা পরিষদের আপত্তির জেরে বিদ্যুৎ কর্পোরেশনকে পিছিয়ে যেতে হয়। এই প্রসঙ্গে আলোচনার জন্য কাউন্সিলের চেয়ারম্যান অবধেশ কুমার ভার্মা রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান অরবিন্দ কুমারের সঙ্গে দেখা করেন বলেও জানা গিয়েছে।