বাংলা হান্ট ডেস্ক:উত্তরপ্রদেশের (Uttarpradesh) হাথরসে (Hathras) ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে মৃত্যু হয়েছে ৪০ জনের (40 People)। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন মহিলা সহ রয়েছে তিন শিশুও। জানা যাচ্ছে এদিন উত্তরপ্রদেশের হাথরস জেলায় ‘সৎসঙ্গ’ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এতজন পুণ্যার্থীদের।
ঘটনা প্রসঙ্গে চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। চিকিৎসার জন্য দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কিভাবে এমন আনন্দের উৎসব হাহাকারে পরিণত হল? এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভগবান শিবের আরাধনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটি। সেই অনুষ্ঠান শেষ হতেই নাকি চারিদিকে একেবারে হুলস্থুল কান্ড বেঁধে যায়। মুহূর্তের মধ্যে শুরু হয় চমম বিশৃঙ্খলা। সেই সময়েই ভিড়ে ঠাসা ভক্তদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি, আর ধস্তাধস্তি শুরু হয়। তাতেই পদপিষ্ট হয়ে যান অনেকে।
আরও পড়ুন: পুজোর আগেই দারুণ উপহার পূর্ব রেলের! এবার বন্দেভারতকেও টেক্কা দেবে এই এক্সপ্রেস ট্রেন
জানা যাচ্ছে এই ভয়াবহ পরিস্তিতে প্রায় ১০০-র বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাথরসের এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এটা-র SSP রাজেশ কুমার সিংহ বলেছেন, ‘হাথরস জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই সময় পদপিষ্ট হন অনেকে। এখনও পর্যন্ত এটা-র হাসপাতালে ২৭টি দেহ পৌঁছেছে, ২৩ জন মহিলার, তিন শিশুর এবং এক ব্যক্তির। আহতরা এখনও হাসপাতালে এসে পৌঁছননি। তদন্ত শুরু হয়েছে। ওই ২৭ জনের দেহ শনাক্তকরণের কাজ চলছে।’
#DISTURBINGVISUALS: More than 27 people have died in a stampede at a religious event in Hathras.
A religious event was going on in Mughalgarhi village of Hathras district when the stampede occurred.#Hathras #Stampede #HathrasStampede #Mughalgarhi #UttarPradesh #HathrasNews… pic.twitter.com/H7hqqdADJG
— upuknews (@upuknews1) July 2, 2024
শোক প্রকাশ করেছন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তাঁর দপ্তরের তরফে লেখা হয়েছে, ‘হাথরসের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সংবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দ্রুতগতিতে উদ্ধারকার্য সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি। আগরার এডিজি, কমিশনার এবং আলিগড়ের প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন’।