লকডাউন: ১৯ টি রেডজোন জেলা নিয়ে প্রথম স্থানে উত্তরপ্রদেশ, জানুন বাকি রাজ্যগুলির অবস্থা

পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। কিন্তু তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার। এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউন। সব কটি রাজ‍্য বাড়ানো হয়েছে লক ডাউন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাথে সাক্ষাতের পরে এই বড় সিদ্ধান্ত জানান ।

কোরোনার প্রকোপে এখন দিনরাত সবাই গৃহ বন্দী। বিশেষত যারা দিনে মজুর বা দিনে আনে দিনে খায় তাদের গ্রাসে কোপ পড়েছে। লক ডাউনের কারণে গত মাসের বাইশ তারিখ থেকে তারা কাজ করতে যেতে পারেন নি। আবার তার পাশাপাশি বিকল্প হিসেবে কোনো রোজগার না থাকায় তাদের খাবার যোগান বন্ধ হয়েছে। তার জন্যে চিকিত্সা সরঞ্জাম, ওষুধ,আইটি সম্পর্কিত সরঞ্জাম উত্পাদন, পাট শিল্প সহ প্রয়োজনীয় পণ্য উত্পাদনকারী ইউনিটগুলি খোলা হবে। তবে কাজ হবে সামাজিক দূরত্ব পালন করেই।

Corona, lockdown, redzone, করোনা, লক ডাউন, রেড জোন, মুম্বাই, ওড়িশা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, uttarpradesh, andhrapradesh, mumbai, tamilnadu, telenganaIMG 20200502 WA0016

কেন্দ্রের প্রকাশিত রেড জোন তালিকায় উত্তর প্রদেশে ১৯ টা , মহারাষ্ট্রে ১৪, তামিলনাড়ুতে ১২, দিল্লিতে ১১, পশ্চিমবঙ্গে ১০। বিহারে ৫, অন্ধ্র প্রদেশে ৫, চন্ডিগড়ে ১, হরিয়ায় ২ টি রেড জোন এলাকা আছে । আবার এদিকে কর্ণাটকে ৩, মধ্য প্রদেশে ৯, রাজস্থানে ৮, কেরালায় ২, ওড়িশায় এবং পাঞ্জাবের ৩ এলাকা রেড জনের অন্তর্ভুক্ত হতে পারে।

সুরাট, আহমেদাবাদ, পাঁচমহলাস,গান্ধীনগর, ভাওয়ানগর, আরওয়ালি ,  বনাস কাঁথা সহ গুজরাটে এই এলাকা। এদিকে মুম্বাইতে আওরঙ্গাবাদ, সাতারা,পুনে, থান, নাসিক,নাগপুর, সোলাপুর এই এলাকা। এদিকে অন্ধ্র প্রদেশে গুন্টুর চিত্তুর, এসপিএসআর নেল্লোর এই এলাকা। পাঞ্জাবের পতিয়ালা, লুধিয়ানা। তেলেঙ্গানায় হায়দরাবাদ, রাঙ্গা রেড্ডি, বিকারাবাদ, সূর্য্যাপেট,মেডচাল মালকাজগিরি।তামিলনাড়ুতে চেন্নাই, মাদুরাই, চেঙ্গালপট্টু, তানজোর, রেড জোন জেলায় আছে।


সম্পর্কিত খবর