বাংলাহান্ট ডেস্ক : এবার ইনস্টাগ্রামের রিলস (Instagram) মিলন ঘটাল ভাই ও বোনের। বাস্তবের এই মিলন হার মানাবে রূপকথাকেও। রাজকুমারীর বাস উত্তরপ্রদেশের (Uttarpradesh) কানপুরে। রাজকুমারী ইনস্টাগ্রামে রিলস দেখতে পছন্দ করেন। একদিন এই ভাবেই রিলস দেখতে দেখতে তার চোখ আটকে যায় গোবিন্দে নামের এক যুবকের ভিডিওতে।
ভিডিওর (Video) সেই যুবককে রাজকুমারীর খুব চেনা মনে হচ্ছিল। তারপরই ১৮ বছর আগে হারিয়ে যাওয়া ভাইয়ের কথা মনে পড়ে রাজকুমারীর। রিলসের ভিডিওর যুবকের সাথে আশ্চর্য রকম মিল আছে গোবিন্দের। রাজকুমারীর ভাই গোবিন্দে প্রায় ১৮ বছর আগে চলে যায় ফতেপুরের ইনায়েতপুরের গ্রাম থেকে।
আরোও পড়ুন : নতুন সিরিয়ালের আগমনে ‘ঘেঁটে ঘ’ দর্শক! সামনে এল মালা বদল সম্প্রচারের সময়, ক্ষতি হল কার?
তারপর আর যোগাযোগ হয়নি তার সাথে। ভাই কোথায় রয়েছে সেই খবরটুকুও জানতেন না দিদি। মুম্বাইতে গোবিন্দে অসুস্থ হয়ে পড়েন একবার। তারপর ট্রেনে চেপে চলে যান রাজস্থান। সেখানে গিয়ে কাজ নেন একটি কারখানায়। গোবিন্দে বিয়েও করেছেন। দুটি সন্তান রয়েছে তার। এই আঠারো বছরে অনেক পরিবর্তন হয়েছে গোবিন্দের।
আরোও পড়ুন : ব্যাহত হাই কোর্টের কাজ! নয়া ৩ ফৌজদারি আইনের প্রতিবাদে শুনানি বয়কট তৃণমূলপন্থী আইনজীবীদের
তবে ছোটবেলায় তার যে দাঁতটা ভেঙে গিয়েছিল সেটা এখনো সেই রকমই আছে। জয়পুর শহরের বিভিন্ন জায়গায় গোবিন্দে রিলস বানান। রিলসে গোবিন্দের ভাঙা দাঁত দেখেই চিনতে পারেন রাজকুমারী। এরপর ইনস্টাগ্রামে রাজকুমারী আরো বেশ কিছু ভিডিও দেখেন গোবিন্দের। তারপর তিনি নিশ্চিত হন এটাই তার হারিয়ে যাওয়া ভাই।
এরপর তিনি যোগাযোগ করেন ওই যুবকের সাথে। কথোপকথন শুরু হলে উঠে আসতে থাকে ছোটবেলার বিভিন্ন ঘটনা। রাজকুমারী আরো নিশ্চিত হন ভাইয়ের ব্যাপারে। এরপর গত ২০ জুন নিজের গ্রামে আসেন গোবিন্দে। দীর্ঘ দুই দশক পর ফের দেখা হয় ভাই ও বোনের। তবে এই খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে।