বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের শ্রম দফতরের তরফে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে, এই চাকরির জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
এই প্রতিবেদনে কোন পদে নিয়োগ করা হবে, আবেদনকারীর যোগ্যতা, শুন্যপদ কয়টি আছে, ইন্টারভিউ কবে ও কোথায় হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নোটিস নম্বর হল DESI-41014/26/2021-MOSD(DESI)-DESI। ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান পদে আপাতত নিয়োগ করা হচ্ছে। মোট শুন্যপদের সংখ্যা ৪০টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের ক্রিটিকাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
১.১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৯ বছরের কম হলেই আবেদন করা যাবে। নিয়োগের পর প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
এই পদে আবেদন পদ্ধতি একটু ভিন্ন। ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ করে এবং দরকারি কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (www.esiwb.gov.in) থেকে ঐ ফর্মটি ডাউনলোড করতে হবে।
ফর্মটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে এবং ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। আগামী ১৩ জানুয়ারি ইন্টারভিউটি সম্পন্ন হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ Directorate of ESI (MB) Scheme, WB. Wing B, Plot VI, GB-Block, Sector-III, Salt Lake, Kolkata- 97। সকাল ১১.৩০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।