অপেক্ষার অবসান! ১৬ জানুয়ারি থেকে করোনার টিকাকরণ ঘোষণা ভারত সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ ভারত সরকার বড় ঘোষণা করে জানিয়েছে যে ১৬ ই জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ অভিযান শুরু হবে। কোভিড-১৯ এর টিকাকরণ অভিযান অনুযায়ী স্বাস্থ্য কর্মী আর ফ্রন্টলাইন কর্মীদের প্রাথমিকতা দেওয়া হবে। প্রায় তিন কোটি মানুষকে প্রথমে কোভিড টিকা দেওয়া হবে। এরপর ৫০ বছরের বেশি আর ৫০ বছরের কম বয়সের মানুষ যারা করোনায় চিকিৎসাধীন এবং গুরুতর অসুস্থ, তাঁদের টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটির আশেপাশে।

জানিয়ে দিই, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার করোনার টিকাকরণ নিয়ে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রস্তুতি খতিয়ে দেখতে একটি উচ্চ স্তরীয় বৈঠক করেন। বৈঠকে ক্যাবিনেট সচিব, প্রধান সচিব, স্বাস্থ্য সচিব আর অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা অংশ নিয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের পরেই এই বড় সিদ্ধান্ত নেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর