বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় রবিবার থেকে ১৫ দিনের জন্য লকডাউন জারী করেছে রাজ্য সরকার। শনিবার এই ঘোষণা করার পর জানিয়ে দেওয়া হয়েছে এই লকডাউনে কি কি খোলা থাকছে, আর বন্ধ থাকছেই বা কি। বন্ধ রাখা হচ্ছে যান চলাচলও। তবে এই পরিস্থিতিতে কলকাতার নাগরিকদের জন্য টিকা নেওয়ার এক অভিনব পন্থা বের করল কলকাতা পুরসভা (kolkata municipality)।
করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না। করোনা আবহে টিকা নেওয়ার সময় জমায়েত এড়াতে এমনই এক সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আগে থাকতেই ঘরে বসে দ্বিতীয় ডোজের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন ৪৫ বছরের বেশি বয়সী প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। তারপর নির্দিষ্ট সময়ে গিয়ে নিতে হবে ভ্যাকসিন।
এবিষয়ে পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, ‘এই পরিস্থিতিতে অনেকের পক্ষেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এবার থেক ৮৩৩৫৯ ৯৯০০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, ঠিকানা ও প্রথম ডোজের আইডেন্টি নম্বর পাঠিয়ে দিলেই, পুরসভাই জানিয়ে দেবে কবে কখন আপনি দ্বিতীয় ডোজের টিকা পাবেন। সেই নির্দিষ্ট সময়ে গেলেই অনেক সময় দাঁড়ালেই টিকাগ্রহণ সম্ভব হবে’।
এই পরিস্থিতির সামাল দিতে এবং দ্রুত টিকাকরণের জন্য দক্ষিণ কলকাতার নাগরিকদের জন্য সাউথ সিটি স্কুল, মধ্য কলকাতার জন্য রক্সি সিনেমা ও উত্তর কলকাতার জন্য বিধান শিশু উদ্যানকে টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। অন্যদিকে হাতিবাগানের সুকান্ত সদন, টালা পার্কের পাশে মোহিত মঞ্চ, নিউমার্কেট লাগোয়া এলিট সিনেমা বরো আট-এর অফিসের পাশে পরিবহণ শ্রমিক ও হকারদের মঙ্গলবার থেকে বিনাখরচায় টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। দেখাতে হবে শুধু পরিচয়পত্র।