বাংলা হান্ট ডেস্কঃ দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এরমধ্যে আজ থেকে শুরু হচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে ভারতীয়দের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। ১ মে থেকে দেশের বিভিন্ন রাজ্যে ১৮ বছর অথবা তাঁর ঊর্ধ্বের মানুষদের টিকাকরণ অভিযান শুরু হবে। তবে বাংলায় এই টিকাকরণ অভিযান শুরু হচ্ছে ৫ মে থেকে। কিন্তু তাঁর আগে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
আজ থেকে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারবেন দুটি অ্যাপের মাধ্যমে। প্রথম অ্যাপটি হল আরোগ্য সেতু অ্যাপ। আর দ্বিতীয়টি হল কো উইন অ্যাপ।
জেনে নিন কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
সবার প্রথমে আপনাকে https://www.cowin.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
এরপর সেখানে নিজের মোবাইল নাম্বার দিতে হবে।
সেখানে মোবাইল নম্বর দেওয়ার পর আপনার ফোনে একটি OTP আসবে।
নিজের OTP এন্টার করার পর নতুন একটি পেজ খুলবে।
ওই নতুন পেজে আপনার সম্বন্ধ্যে তথ্য দিতে হবে। যেমন আপনার নাম, আধার কার্ড নম্বর, বয়স ইত্যাদি।
আপনার ঠিকানা ওয়েবসাইটে দেওয়ার পর আপনার আশেপাশের হাসপাতালগুলি সেখানে দেখা যাবে। এরপর আপনি নিজের পছন্দ মতো হাসপাতাল বেছে নিন।