জমি দখলের অভিযোগ! ইউসুফকে নোটিশ পাঠালো পুরসভা, ভোটে জিতেই জটিলতায় TMC সাংসদ?

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের বাইশ গজের পর এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। বহরমপুর কেন্দ্র থেকে জিতে এবার সংসদে যাবেন তৃণমূল (Trinamool Congress) নেতা। এবার জমি জটিলতায় জড়াল সেই পাঠানের নাম। BJP পরিচালিত বদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সম্প্রতি ইউসুফকে একটি জমি দখলের অভিযোগে নোটিশ জারি করা হয়েছে।

কর্পোরেশনের (Vadodara Municipal Corporation) তরফ থেকে দাবি করা হয়েছে, সেই জমিটি তাঁদের। রিপোর্ট বলছে, গত ৬ জুন ইউসুফকে এই নোটিশটি পাঠানো হয়েছিল। তবে বদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থানী কমিটির চেয়ারম্যান শীতল মিশ্র বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছেন। পুরসভার পূর্ব BJP কাউন্সিলর বিজয় পাওয়ার এই বিষয়টি তুলে ধরার পর তা প্রকাশ্যে আসে।

   

বিজয় সংবাদমাধ্যমকে বলেন, ২০১২ সালে রাজ্য সরকারের তরফ থেকে কর্পোরেশনের জমি পাঠানকে বিক্রির প্রস্তাব খারিজ করে দেয়। কিন্তু অভিযোগ, পাঠান নাকি ওই কম্পাউন্ডে দেওয়াল তৈরি করে জমিটি দখল করেছেন।

আরও পড়ুনঃ রেস্তোরাঁর মালিককে পিটিয়ে বিপাকে সোহম? কী নির্দেশ দিল হাই কোর্ট? ফাঁস হতেই তোলপাড়!

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার বলেন, আমার পাঠানের ওপর কোনও অভিযোগ নেই। টিপি ২২-এর অধীন তনদালজা অঞ্চলে একটি জমি রয়েছে। যা কিনা বদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মালিকানাধীন। ২০১২ সালে প্রাক্তন ক্রিকেটার এই জমিটি চেয়েছিলেন। তখন তাঁর বাড়ি তৈরি হচ্ছিল। বাড়ির পাশেই ছিল এই জমিটি। প্রত্যেক বর্গমিটারের জন্য ৫৭ হাজার টাকা দিতে চান পাঠান।

tmc candidate yusuf pathan election campaign

ভিএমসিতে তখন অনুমোদিত হয় এই বিষয়টি। সাধারণ বোর্ড সভাতেও পাশ হয়। কিন্তু রাজ্য সরকার এই প্রস্তাবে অনুমোদন দেয়নি। এদিকে শীতল মিশ্র এই প্রসঙ্গে বলেন, ৬ জুন পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে সকল দখল সরানোর কথা বলা হয়েছে। কয়েক সপ্তাহ আমরা দেখবে। এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এটি ভিএমসির জমি এবং আমরা তা ফিরিয়ে আনবই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর