বাংলা হান্ট ডেস্ক: আইপিএলের নিলামে ঋষভ পন্থ নয়, হিরো হয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৩ বছরের এই তরুণ ক্রিকেটারকে কেউই চিনতেন না। কিন্তু নিলাম নাম উঠতেই একেবারে কোটি টাকার দর। এমন কাণ্ড দেখে বিস্মিত হয়েছিল গোটা ক্রিকেট মহল। আর সেই ১৩ বছরের কোটিপতি বৈভব ব্যর্থ হলেন মাঠে। ব্যাটে বলে ঝড় তোলার আগেই ২২ গজের বাইরে ছিটকে গেলেন বৈভব সূর্যবংশী। তাও আবার কি না পাকিস্তানের কাছ থেকে। ১ রানেই ঘরে ফিরলেন তিনি।
এক রানে আউট বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):
শুরু হয়েছে ২৪ এর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শনিবার ছিল ভারত ও পাকিস্তানের টানটান উত্তেজনার ম্যাচ। আর এই ম্যাচই ছিল বৈভবের কাছে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আর এই ম্যাচে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ২৮২ রান তাড়া করে। ভারতকে জেতার জন্য প্রয়োজন ২৮৩ রান। কিন্তু ম্যাচ শুরুর হতে না হতেই ভারতের (India) পতন শুরু হয়ে গেল। সাত তাড়াতাড়ি আউট হয়ে গেলেন দুজন ওপেনার। যার মধ্যে অন্যতম হলেন আইপিএলের সুপারস্টার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
আলি রাজার বলে আউট হন তিনি: ওপেনার হিসেবে নেমেছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। কিন্তু পাকিস্তানের বলে কোনমতেই রানের খাতা খুলতে পারছেন না। ১,২,৩ করে পরপর ৯টি বল খেললেন, তখনো পর্যন্ত মাত্র হয়েছে ১ রান। এরপর পঞ্চম ওভারে আলি রাজার বলে থামাতে হয় তাকে ব্যাট। অর্থাৎ আউট হয়ে যান তিনি। কিছুটা হতাশা নিয়েই ফিরে যান গ্রিনরুমে । আর এরপর থেকেই উঠতে শুরু করে তার নাকি মাথা ঘুরে গিয়েছে। সত্যি কি তাই?
বৈভব মাথা ঘামাচ্ছেন না কোন বিষয়: আইপিএলের মেগা নিলামে কোটিপতি ক্রিকেটার হয়ে যাওয়ার পর থেকে তাকে (Vaibhav Suryavanshi) নিয়েই চর্চা ছিল সবচেয়ে বেশি। রাতারাতি দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন লোকে বিভিন্ন রকমের মন্তব্য করছিলেন। কিন্তু তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, “আমি নিজের খেলায় মন দিতে চাই। মাঠের বাইরে কী হচ্ছে তা নিয়ে মাথা ঘামাতে চাই না।” কিন্তু পারফরম্যান্স যা বলছে তাতে যে মাথা ঘুরে গিয়েছে সেটা খানিক হলেও স্পষ্ট।
আরও পড়ুন: “প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে….”, ঘুষের অভিযোগের পর প্রথমবার মুখ খুললেন আত্মবিশ্বাসী আদানি
কোটিপতির তালিকায় এই তরুণ খেলোয়াড়: আপনাদের জানিয়ে রাখি যে, আইপিএলের ইতিহাসে তিনিই (Vaibhav Suryavanshi) প্রথম ক্রিকেটার যিনি মাত্র ১৩ বছর বয়সে নিলামে উঠেছেন। যার ফলে তার দাম ৩০ লক্ষ থেকে ১ কোটি ১০ লক্ষতে গিয়ে পৌঁছয়। ফলে কোটিপতি খেলোয়াড়দের তালিকায় তার নাম উঠে যায়। কিন্তু এদিকে পাকিস্তানের ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য সকলে উৎসুক থাকলেও সেটা আর দেখা যায়নি।
আরও পড়ুন: ২ বছরের অপেক্ষার অবসান! ট্রফির খরা কাটিয়ে উঠলেন সিন্ধু, চিনা প্রতিপক্ষকে হারিয়ে জিতলেন খেতাব
বিহারের ছেলে বৈভব (Vaibhav Suryavanshi)। ছোট থেকেই তার বাবার স্বপ্ন ছেলেকে ক্রিকেটার বানাবেন। আর সেই ভাবেই ছোট থেকে তাকে মানুষ করেছেন। জানা যায় ১৩ বছরের এই ছেলে বিভিন্ন টুর্নামেন্ট খেলে এখনো পর্যন্ত ৪৯টি সেঞ্চুরি করেছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরানও করতে দেখা যায় বৈভবকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না পারায় তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে আগামী দিনের দেখা যাক তিনি ঠিক কতটা দক্ষতা দেখাতে পারেন।