“অসাধারণ অভিষেক”, বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ খোদ গুগলের CEO, প্রশংসা করে কী জানালেন পিচাই?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL-এর ৩৬ তম ম্যাচে গত শনিবার মুখোমুখি হয়েছিল লখনৌ এবং রাজস্থান। ওই ম্যাচে বিহারের সমস্তিপুর জেলা থেকে আসা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) অভিষেক ঘটে। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে IPL-এ অভিষেক হওয়ার মাধ্যমে বৈভব ইতি মধ্যেই নজির গড়েছেন। তবে, অভিষেক ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট অনুরাগীদের। শুধু তাই নয়, তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখে অবাক হয়েছেন স্বয়ং গুগলের CEO সুন্দর পিচাইও। যার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াও জানিয়েছেন সুন্দর।

সবাইকে চমকে দিলেন বৈভব (Vaibhav Suryavanshi):

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বৈভবের (Vaibhav Suryavanshi) প্রশংসা করে সুন্দর লিখেছেন, “ঘুম থেকে জেগে উঠলাম অষ্টম শ্রেণির একটি ছেলের IPL-এ খেলা দেখার জন্য। কী অসাধারণ অভিষেক!” এদিকে, পিচাইয়ের এই টুইটটি কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং বৈভব সূর্যবংশী ক্রিকেট ভক্তদের পাশাপাশি টেক ওয়ার্ল্ডেও আলোচনার বিষয় হয়ে ওঠেন।

১৪ বছর ২৩ দিন বয়সে IPL-এ অভিষেক: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক করেন। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে খেলা IPL-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। বৈভব এর মাধ্যমে তিনি প্রয়াস রে বর্মনের (১৬ বছর, ১৫৭ দিন) রেকর্ড ভেঙেছেন। যিনি ২০১৯ সালে অভিষেক করেছিলেন। গত বছর রাজস্থান বৈভবকে ১.১০ কোটি টাকায় কিনেছিল। সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।

প্রথম বলেই ছক্কা, করেন ৩৪ রান: আসলে, গতকালকের ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটের পর বৈভবকে (Vaibhav Suryavanshi) একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওপেনিং করার সময়ে তিনি শার্দুল ঠাকুরের প্রথম বলেই একটি ছক্কা মারেন এবং তারপর ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ২ টি চার এবং ৩ টি ছক্কা। যশস্বী জয়সওয়ালের সাথে তাঁর ৮৫ রানের ওপেনিং জুটি ছিল দেখার মতো।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান! ঔদ্ধত্য প্রকাশ করে কী জানাল PCB?

১২ বছর বয়সে খেলেন রঞ্জি: জানিয়ে রাখি যে বিহারের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা বৈভবের (Vaibhav Suryavanshi) বাবা একজন কৃষক ও পার্ট টাইম রিপোর্টার। মিডিয়া রিপোর্ট অনুসারে, ১২ বছর বয়সে বৈভব বিহারের হয়ে রঞ্জি ক্রিকেটে অভিষেক করেন। বৈভব প্রথম আলোচনায় আসেন যখন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেন। যেটি যুব টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নেতার হত্যার পর বিরাট অ্যাকশন আমেরিকার! সতর্কতা জারি করে লাগু হল নিষেধাজ্ঞা

কী জানিয়েছেন রাহুল দ্রাবিড় বললেন: এদিকে, রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় বৈভবকে নেটে দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন। নিলামের আগেও তিনি বলেছিলেন যে, “এই ছেলেটির কিছু খুব ভালো দক্ষতা আছে।” এমতাবস্থায়, বৈভব (Vaibhav Suryavanshi) এখন সবার সামনে তার দক্ষতা প্রদর্শন করেছেন। পাশাপাশি, ভারতও পেয়ে গেল আরও একজন দুর্ধর্ষ বাঁহাতি ওপেনার।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X