বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয় IPL। এদিকে, IPL-এর প্রতিটি মরশুমেই একজন নতুন তারকার আবির্ভাব ঘটে। সেই রেশ বজায় রেখেই চলতি বছরের IPL-এ ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যিনি কয়েকদিন আগেই ৩৫ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল IPL-এর ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হিসেবেও বিবেচিত হচ্ছে।
টিম ইন্ডিয়ায় অভিষেক করতে পারবেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)?
এছাড়াও, IPL-এ সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। এমতাবস্থায়, বৈভব সূর্যবংশী এবার টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন কিনা তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে। যদিও ক্রিকেটের একটি নিয়ম অনুসারে, সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এখনই টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করতে পারবেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
টিম ইন্ডিয়ার হয়ে এখনই অভিষেক করতে পারবেন না বৈভব সূর্যবংশী: জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ায় অভিষেকের জন্য বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে, ICC-র নিয়ম অনুসারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে হলে একজন খেলোয়াড়ের বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। তাই, বৈভবের কথা বলতে গেলে তাঁর বয়স বর্তমানে ১৪ বছর ৩৭ দিন। অতএব, টিম ইন্ডিয়ায় অভিষেকের জন্য তাঁকে আরও প্রায় ১১ মাস অপেক্ষা করতে হবে। তবে, বোর্ডের নির্দিষ্ট অনুরোধে, ICC ১৫ বছরের কম বয়সী খেলোয়াড়ের খেলার অনুরোধ বিবেচনাও করতে পারে।
আরও পড়ুন: বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিজেপির সাংগঠনিক বৈঠক! ডাক পাবেন না দিলীপ?
প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী ভারতীয় খেলোয়াড় হলেন শচিন টেন্ডুলকার। যিনি ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
আরও পড়ুন: এবার আরও শোচনীয় হবে “কাঙাল” পাকিস্তানের অবস্থা! বিরাট অ্যাকশন ভারতের
IPL ২০২৫-এ বৈভব সূর্যবংশী ঝড় তুলেছেন: এদিকে, যদি আমরা IPL ২০২৫-এ এখনও পর্যন্ত বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) পারফরম্যান্সের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে, ইতিমধ্যেই ৪ টি ম্যাচে বৈভব ১৫১ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরিও রয়েছে। বৈভব এখনও পর্যন্ত মাত্র ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১০০ রান করেছেন। এছাড়াও, তিনি ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে খেলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: