বাংলাহান্ট ডেস্কঃ ভোটের আগেই উত্তপ্ত কসবা (kasba)। বিজেপি (bjp) কর্মীর বাড়ি এবং এলাকার বেশকিছু দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের (tmc) বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে, তাদের দেখে ‘গো ব্যাক’ শ্লোগান দেওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শুক্রবার রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। ভোটের লাইনের লাঠি, বাঁশ নিয়ে বিজেপি কর্মীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এমনকি বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার এবং বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
কসবায় সংঘর্ষের উত্তেজনার রেশ সকালেও ছড়িয়ে পড়ে। এলাকার দোখান, বাড়ি ভাঙচুর, লোহার রড দিয়ে যুবকদের মারধর এমনকি বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়ে তাঁর বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে ভোটদান পর্ব।