বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল ব্যবস্থায় বন্দে ভারত এক্সপ্রেস নিঃসন্দেহে একটি গৌরবময় অধ্যায়। এই সেমি হাইস্পিড ট্রেনে সফর করতে মুখিয়ে থাকেন রেলযাত্রীরা। জানা গেছে, প্রায় দু কোটিরও বেশি যাত্রী ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ মার্চ পর্যন্ত সফর করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে।
অন্যদিকে, কলকাতা মেট্রোর পক্ষ থেকে গতকাল প্রকাশ করা হয়েছে মার্চ মাসের যাত্রী পরিসংখ্যান। কলকাতা মেট্রোর সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে মার্চ মাসে শুধুমাত্র নর্থ-সাউথ রুটের মেট্রোতে সফর করেছেন প্রায় দেড় কোটি যাত্রী। হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে এই সময়কালে সফর করেছেন ১২ লাখের বেশি যাত্রী।
আরোও পড়ুন : বাংলার মুকুটে জুড়ছে নতুন পালক! বন্দে ভারত স্লিপার নিয়ে এবার চমকে দেওয়া আপডেট রেলের
এই দুটি রুট মিলিয়ে মার্চ মাসে কলকাতা মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় ১ কোটি ৬৪ লাখ যাত্রী।অন্যদিকে, ভারতীয় রেল জানিয়েছিল, গোটা দেশে বর্তমানে ১০০ টি লাইনে চলাচল করছে ১০২ টি বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ২৪টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ২৮৪টি জেলা হয়ে পরিষেবা দিচ্ছে যাত্রীদের। বাংলার হাওড়া এবং জলপাইগুড়ি থেকেও ছুটছে বন্দে ভারত।
পাশাপাশি ভারতীয় রেল জানিয়েছে, সবকটি বন্দে ভারত এক্সপ্রেস ২০২৩-২৪ আর্থিক বছরে যত পথ অতিক্রম করেছে তাতে পৃথিবীর ৩১০ বার চক্কর খাওয়া হয়ে যায়। রেলের তরফ থেকে বলা হয়েছে, ‘বিশ্বমানের যাত্রী সুবিধা প্রদান করা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেন খুব দ্রুত গতি বাড়াতে বা কমাতে পারে। এতে রেলযাত্রীদের যাত্রা আরও মসৃণ হয়।’