বাংলা হান্ট ডেস্কঃ অতীতে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) এবং তাদের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় এআইএমআইএম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এবং তাঁর দলের নেতাকর্মীদের। কখনো নরেন্দ্র মোদী কিংবা কখনো অমিত শাহ, বিভিন্ন সময় একাধিক ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ শানান এআইএমআইএম প্রধান।এবার গুজরাটে (Gujrat) ‘বন্দে ভারত’ (Vande Bharat) এক্সপ্রেসে ভ্রমণ করার সময় আসাদউদ্দিন ওয়াইসির কোচের জানালায় পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
সম্প্রতি, গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসে করে আহমেদাবাদ থেকে সুরাটের উদ্দেশ্যে যাত্রা করছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, গুজরাটের রাজ্য সভাপতি সাবির কাবলিওয়ালা এবং অন্যান্য একাধিক নেতারা। সেই সময় ট্রেনের জানালায় পাথর ছুঁড়ে মারে কয়েকজন ব্যক্তি। এই সংক্রান্ত কয়েকটি দৃশ্য বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে চলেছে।
বর্তমানে এহেন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দলীয় নেতা ওয়ারিস পাঠান। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্রেনের জানালার কাঁচের ছবি তুলে ধরেছেন ওয়ারিস। তিনি টুইটে লেখেন, “আজ আমি, আসাদউদ্দিন ওয়াইসি, সাবির কাবলিওয়ালা এবং অন্যান্য নেতারা আহমেদাবাদ থেকে সুরাটের উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসে করে ভ্রমণ করছিলাম। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রেনে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে ফেলে।”
পরবর্তীতে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ওয়ারিস পাঠান বলেন, “আসাদউদ্দিন ওয়াইসি ট্রেনের যে কোচে বসেছিলেন, সেখানে দুটি পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে সুরাটের উদ্দেশ্যে যাত্রা করার সময় গন্তব্য থেকে কুড়ি কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। তবে কেউ পাথর কিংবা গুলি চালিয়ে আমাদের আওয়াজ থামাতে পারবে না।”
প্রসঙ্গত, আর কয়েকদিন বাদে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে একদিকে যখন বিজেপি নিজেদের ক্ষমতা কায়েম রাখতে তৎপর, আবার অপরদিকে আম আদমি পার্টি, কংগ্রেস এবং এআইএমআইএম দল বিজেপিকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আসাদউদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে ট্রেনের জানালার কাঁচ ভাঙার ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।