সামনে ঘন কুয়াশা, তাতেও পরোয়া নেই বন্দে ভারত এক্সপ্রেসের! ছুটে চলেছে সর্বোচ্চ গতিতে, ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে মানুষের মধ্যে বরাবর উন্মাদনা রয়েছে। শুধু সেমি হাই স্পিডই নয়, এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। বর্তমানে গোটা দেশের ছ’টি রুটে এই ট্রেন চলছে। এখনও অবধি সর্বোচ্চ ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে এটি চালানো হচ্ছে। তবে পরে এর গতিবেগ আরও বাড়ানো হবে বলে রেল সূত্রে খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এই ভিডিওটি পোস্ট করা হয়েছে উত্তর রেলওয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে, লাইনে ঘন কুয়াশা হয়ে রয়েছে। ফলে সামনে কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা প্রায় শূণ্যে গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে যেখানে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে এবং লেট করছে, বন্দে ভারত কিন্তু থামছে না। থামা তো দূরের কথা, এই পরিস্থিতিতেও সর্বোচ্চ গতিবেগে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

   

https://twitter.com/RailwayNorthern/status/1612381122801070081

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৯ হাজারেরও বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। কমেন্ট করেছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। উত্তর রেলওয়ে ভিডিওটির ক্যাপশনে লিখেছে ‘নতুন ভারতের গতি’। ভিডিওতে দেখা যাচ্ছে, বন্দে ভারতের লোকো পাইলট ভিডিও তো বানাচ্ছেন, একইসঙ্গে সামনেই দিকেও তাঁর সতর্ক নজর রয়েছে। যাতে কোনও রকম দুর্ঘটনার কবলে না পড়তে হয়।  

vande bharat

বন্দে ভারত এক্সপ্রেসের গতি নিয়ে বরাবরই চর্চা হয়ে এসেছে। সম্প্রতি চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের থেকেও কম সময়ে এটি যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দিচ্ছে। মাত্র ৭ ঘণ্টা সময়েই যাত্রাপথ অতিক্রম করে ফেলছে। ফলে যাত্রীদের মধ্যেও এই ট্রেনে চড়ার উন্মাদনা চরমে রয়েছে। 

প্রসঙ্গত, দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নয়াদিল্লি ও বারাণসীর মধ্যে চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। এরপর দিল্লি থেকে কাটরা, মুম্বই থেকে আহমেদাবাদ, নয়াদিল্লি থেকে আম্ব আন্দৌরা এবং মাইসোর থেকে চেন্নাই রুটে চলতে শুরু করে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা নানা রকমের সুবিধা পেয়ে থাকেন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর