বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। মূলত, ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২০১৭১) দুর্ঘটনার শিকার হয়েছে। গোয়ালিয়র থেকে মোরেনা আসার সময় ষাঁড়ের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়।
এমতাবস্থায়, মোরেনার শিকারপুর রেলগেটের ১২২৬ নম্বর পিলারের ২৫ নম্বর খুঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে।
ট্রেনের সব যাত্রীরা নিরাপদ রয়েছেন: তবে, ওই ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হলেও প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন। এদিকে, এই দুর্ঘটনার জেরে ট্রেনটি প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শেষে ট্রেনটি রওনা করেন।
আরও পড়ুন: পন্থকে “ফিট” ঘোষণা BCCI-এর! IPL-এ এবার চলবে ঋষভের দাপট, T20 বিশ্বকাপেও রয়েছে খেলার সুযোগ
আজ থেকে ১০ টি নতুন ট্রেন চালু হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ১০ টি নতুন বন্দে ভারত ট্রেন উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী আহমেদাবাদ থেকে ওই ১০ টি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখান। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী ৮৫ হাজার কোটি টাকার অনেক রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওই সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিলও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে চিন-মলদ্বীপের যৌথ চাল! ভারত মহাসাগরে নজর ২ টি চিনা গুপ্তচর জাহাজের, সতর্ক নৌসেনা
কি জানিয়েছেন প্রধানমন্ত্রী: এদিকে, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, “আমাদের সরকার ভারতীয় রেলকে নরকের মতো পরিস্থিতি থেকে বের করে আনতে প্রয়োজনীয় ইচ্ছাশক্তি দেখিয়েছে। এখন, রেলের উন্নয়ন সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে একটি রয়েছে।” তিনি বলেন, “এই দিনটি ইচ্ছাশক্তির জীবন্ত প্রমাণ। দেশের তরুণরাই ঠিক করবে তারা কি ধরণের দেশ ও রেল চায়। এই ১০ বছরের কাজ শুধু একটি ট্রেলার, আমার তো আরও এগিয়ে যাওয়া রয়েছে।”