লাইনের ওপরেই ছিল “গভীর ষড়যন্ত্র”! চালকের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল বন্দে ভারত

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, রাখে হরি, মারে কে? এমনিতেই এখন খবরের কাগজ বা টিভি খুললে প্রায় দিনই কোথাও না কোথাও রেল দুর্ঘটনার খবর চোখে পড়ছে। ট্রেনে চাপার আগে দশবার ভাবনা চিন্তা করছে সাধারণ মানুষ। এর মাঝেই এবার সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বড়সড় দুর্ঘটনার হাতে পড়তে পড়তে বেঁচে গেল দেশের রেলওয়ের অত্যাধুনিক এই ট্রেন। রেললাইনের উপরেই পাতা ছিল বড়সড় নাশকতার ছক। চালকের তৎপরতাতেই দুর্ঘটনা এড়ালো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এবং একটি মালগাড়িও।

নিশ্চিত দুর্ঘটনা এড়াল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)

ঘটনাস্থল ওড়িশার টিটলাগড়-রায়পুর সেকশনের অন্তর্গত নওয়াপাড়া এবং খারিয়ার রোড স্টেশনের মাঝে। সূত্রের খবর অনুযায়ী, রেল লাইনের উপরে বড় বড় পাথর ফেলে রাখা হয়েছিল। শুধু তাই নয়, ভেঙে রাখা হয়েছিল লাইনের একাংশ, প্যান্ডল ক্লিপও খোলা ছিল। এমতাবস্থায় সোমবার নিশ্চিত দুর্ঘটনার কবলে পড়ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এবং মালগাড়িটি।

Vande bharat express escaped big accident

মালগাড়ির চালক প্রথম খবর দেন: রেল সূত্রে খবর, ডাউন লাইনে আসছিল মালগাড়িটি। ওই লাইনেই রাখা ছিল পাথরগুলি। মালগাড়ির চালক দূর থেকেই দেখতে পান লাইনের পাথর। সঙ্গে সঙ্গে আপদকালীন ব্রেক কষে মালগাড়ি দাঁড় করিয়ে নিকটবর্তী স্টেশনে খবর পাঠান তিনি। অন্যদিকে ওই সময় লাকনা স্টেশন পেরিয়ে নওয়াপাড়া রোডের দিকে এগোচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জানা যায়, ওই সময় বন্দে ভারত সর্বোচ্চ গতিতে ছিল। ঘটনাস্থল থেকে ১৪ কিমি দূরে থাকতেই নিকটবর্তী স্টেশন থেকে খবর যায় চালকের কাছে। সঙ্গে সঙ্গেই আপদকালীন ব্রেক কষেন বন্দে ভারতের (Vande Bharat Express) চালক।

আরো পড়ুন : ভারতের বিরোধিতা করলে আর নয় বিদেশি অনুদান! NGO-গুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নতুন নোটিস কেন্দ্রের

চালকদের তৎপরতায় বাঁচল যাত্রীদের প্রাণ: জানা যাচ্ছে, মালগাড়ির চালক যদি তৎপর না থাকতেন, দূর থেকে লাইনের উপরে পাথরগুলি দেখতে না পেতেন তাহলে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। সেক্ষেত্রে মালগাড়িটিকে লুপ লাইনে দিয়ে বন্দে ভারতকে (Vande Bharat Express) ওই লাইনে দেওয়া হত। আর তখনই ঘটত বিরাট দুর্ঘটনা। দুই চালকের তৎপরতায় বেঁচে গেল হাজার হাজার যাত্রীর প্রাণ।

আরো পড়ুন : প্রেসিডেন্ট হয়েই চিনকে চাপে ফেলতে মোক্ষম চাল ট্রাম্পের! নিলেন বিরাট সিদ্ধান্ত, স্বস্তিতে ভারত

জানা গিয়েছে, নাশকতার অভিযোগ তুলে টিটলাগড় স্টেশনে দায়ের করা হয়েছে এফআইআর। পাশাপাশি বন্দে ভারত এবং মালগাড়ির চালককে তৎপরতার জন্য পুরষ্কৃতও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর