বিখ্যাত ‘এই’ ট্রেন ছাড়বে হাওড়া থেকেই! যাবে নতুন তিনটি রুটে, নয়া উদ্যোগ রেলের

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের জন্য বড় সুখবর। ফের তিনটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে বাংলা। যদিও বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই চলাচল করে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে,তবে এখন এরই সাথে চতুর্থ একটি রুটে এই ট্রেন চালানো নিয়েও আলোচনা চলছে। নতুন কোন কোন রুটে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস, জেনে নেওয়া যাক-

জানা যাচ্ছে, চলতি মাসেই পথ চলা শুরু করতে পারে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। এরই মধ্যে আরও একটি সুখবর এসে পৌঁছেছে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে। এরই সাথে আলোচনা চলছে আরও একটি নতুন রুটে এই ট্রেন চালানো নিয়ে।

   

গত অর্থবর্ষের আয় নিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন, ভারতীয় রেলের “মিশন রাফতার” এর আওতায় আরো কয়েকটি সেমি হাইস্পিড বন্দে ভারত ছুটবে পশ্চিমবঙ্গ থেকে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ তিনটি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে।

নতুন এই ট্রেনগুলি কোন রুটে চালানো হবে? অরুণ অরোরা জানিয়েছেন, নতুন এই বন্দে ভারত চালানো হতে পারে হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুটে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, শালিমার থেকেও ছাড়া হতে পারে একটি বন্দে ভারত। তবে, ট্রেনগুলি ছাড়ার ক্ষেত্রে হাওড়া (Howrah) স্টেশন যে রেল কর্তৃপক্ষের প্রথম পছন্দ একথা বলাই বাহুল্য।

vande bharat howrah (1)

অরুণ বাবু বলেন, হাওড়া-রাঁচি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ছাড়তে পারে দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন শালিমার থেকে। এরই সাথে রেলের এই কর্তা জানান, হাওড়া- বারাণসী রুটে বন্দে ভারত চালানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে। গোটা বিষয়টি এখনো পর্যন্ত পর্যালোচনা স্তরে রয়েছে বলে জানান তিনি। তবে, নতুন রুটে এই বন্দরে ভারত এক্সপ্রেস চালু হলে যে বঙ্গবাসী লাভবান হবে তা স্পষ্ট।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর