উল্টে ফেলার চেষ্টা, সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বন্দে ভারত! আপৎকালীন ব্রেক কষতেই যা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুধু তাই নয়, দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজস্থানের (Rajasthan) উদয়পুর (Udaipur) থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ‘বন্দে ভারত’। সেই সময় সোমবার সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর (Stone), লোহার রড (Rod) দেখতে পাওয়া যায়। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা (Accident) এড়ানো গিয়েছে। আপৎকালীন ব্রেক কষেন চালক। যা না করলে লাইনচ্যুত হত ট্রেনটি। ফলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হত সেমি-সুপারফাস্ট এই ট্রেনকে।

চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে এই পাথর-রড রাখা হয়। যেগুলি দেখতে পেয়েই ইমারজেন্সি ব্রেক (Emergency Break) কষার পর কন্ট্রোল রুমে ফোন করেন চালক। এরপর রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। এমনকী, রেল লাইনের ফিশপ্লেটে একটি লোহার রড গেঁথে রাখাও হয়েছিল। সেটিও সরিয়ে দেন রেল কর্মীরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, সোমবারই চিতরগড়ে জনসভা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। সে দিনই এই কাণ্ড ঘটেছে। একসপ্তাহ আগে, ২৪ সেপ্টেম্বর এই উদয়পুর-জয়পুর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সেগুলি চোখে পড়ে চালকের। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। এরপরেই রেলকর্মীরা রড-পাথর সরিয়ে পরীক্ষা করে দেখেন রেললাইন। তারপর ফের চালু করা হয় ট্রেন। যাত্রা শুরু করে গন্তব্য স্থলের দিকে।

 

উল্লেখ্য, এর আগে বারবার বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এদিন যা ঘটল রীতিমতো চাঞ্চল্যকর। এই নিয়ে উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ এ প্রসঙ্গে বলেন, ‘লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় ট্রেনটিকে থামিয়ে সেগুলি সরানো হয়েছে। তারপর লাইনের বিস্তৃত অংশ জুড়ে খোয়া সরানো হয়েছে। চালক কন্ট্রোল রুমেও খবর দেন। তার পর ঘটনাস্থলে পাঠানো হয় রেলরক্ষী বাহিনী ও রেলপুলিশকে।’ এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের খুব দ্রুত গ্রেফতারের (Arrest) আশ্বাস দিয়েছেন তিনি।

X