শুরুর আগেই বড়সড় পরিবর্তন বন্দে ভারত এক্সপ্রেসের টাইমটেবিলে! স্টপেজও বাড়াল রেল

বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। বাংলার প্রথম বন্দে ভারত চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। বহু প্রতীক্ষার পর সেমি হাই স্পিড এই ট্রেন পেয়ে উচ্ছ্বসিত বাংলার আমজনতা। কিছুদিন আগেই রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী প্রকাশ করা হয়।

কিন্তু সম্প্রতি রেল সেই সময়সূচীতে কিছুটা পরিবর্তন করেছে। প্রথমে জানা গিয়েছিল হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেস শুধুমাত্র মালদাতে থামবে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এই সময়সূচী নিয়ে একটি চিঠি লেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস তার ৫৬৫ কিলোমিটারের যাত্রাপথে দাঁড়াবে তিনটি স্টেশনে। জানা গিয়েছে, বন্দে ভারত পশ্চিমবঙ্গের বোলপুর ও মালদা টাউনে থামবে।

সাম্প্রতিক তথ্যে জানা গেছে, বাংলার এই সেমি হাইস্পিড ট্রেন থামতে পারে বিহারের বারসোইতেও। তবে উদ্বোধনের দিন বন্দে ভারত এক্সপ্রেস একাধিক স্টেশনে দাঁড়াবে। কিছু অনামি স্টেশনেও এই ট্রেন দাঁড়াবে। জানা গিয়েছে, এই ট্রেন দাঁড়াতে পারে ডানকুনি, কামারকুন্ডু স্টেশনে। এছাড়াও বর্ধমান ঢোকার আগে এই ট্রেন দাঁড়াতে পারে আরও চার থেকে পাঁচটি স্টেশনে।

vande bharat express

রেল জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে। বুধবার এই ট্রেন চলাচল করবে না। বন্দে ভারত প্রতিদিন হাওড়া থেকে ভোর 5 টা 50 মিনিটে ছাড়বে। ট্রেনটি দুপুর 1 টা 25 মিনিটে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। এরপর দুপুর 3 টে নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। বন্দে ভারত রাত 10 টা নাগাদ পৌঁছাবে হাওড়ায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর