আমজনতার জন্য সুখবর! বন্দে ভারতে সফর সস্তা করতে উদ্যোগী রেল, এত টাকা ভাড়া কমার ইঙ্গিত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শুরু থেকেই উন্মাদনার তুঙ্গে ছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড এই ট্রেন বিলাসবহুল। যাত্রী স্বাচ্ছন্দের দিক থেকে এই ট্রেন পাল্লা দিতে পারে বিশ্বের বিখ্যাত ট্রেনগুলির সাথে।

অত্যন্ত কম সময়ের মধ্যে যাত্রীদের পছন্দের ট্রেন হয়ে উঠেছে এটি। যদিও সাম্প্রতিককালে বন্দে ভারত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের প্রধান অভিযোগ এই ট্রেনের ভাড়ার মূল্য নিয়ে। যাত্রীদের একাংশের অভিযোগ অন্যান্য সুপারফাস্ট ট্রেনের তুলনায় বন্দে ভারতের ভাড়া অনেকটাই বেশি।

যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠছিল মাত্র কয়েক কিলোমিটার এর জন্য অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের জন্য দুই থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে আদৌ কি সদ্বিচার করছে রেল? এই ট্রেনের সমতুল্য রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেসের টিকিটের দাম বন্দে ভারতের থেকে ৩ গুণ কম।

ইতিমধ্যেই এই ব্যাপারটি নিয়ে এবার ভাবনা-চিন্তা শুরু করেছে রেল। হয়তো পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া। যদিও এখনো পর্যন্ত সরকারি তারফে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। যে সমস্ত রুটে জনশতাব্দী এক্সপ্রেস চলে সেই সব রুটের বন্দে ভারতের ভাড়াই কমাতে পারে রেল (Indian Railways)।

vande bharat express around mumbai

 

অনেক যাত্রীর অভিযোগ পাটনা থেকে রাচিগামী বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের তুলনায় ৩-৪ গুণ বেশি। এক ঘন্টার যাত্রার সময় কমানোর জন্য ডবল এর বেশি ভাড়া দেওয়া অনেক যাত্রীর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে বন্দে ভারত চলে সেই রুটে চলে শতাব্দী এক্সপ্রেসও। এখন দেখার এই রুটেও ভাড়া কমে কিনা!

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X