বন্দে ভারতের গতিতে “ব্রেক”! কম স্পিডে চলবে ট্রেন! এই কারণে বড় সিদ্ধান্ত রেলের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই (India) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে এবং তাঁদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এদিকে, ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যেটি অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এবার এই বন্দে ভারতের প্রসঙ্গেই সামনে এল বড় আপডেট।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বন্দে ভারতের গতিতে “ব্রেকের” সিদ্ধান্ত নিয়েছে রেল। অর্থাৎ, এখন কিছু নির্দিষ্ট রুটে বন্দে ভারত ট্রেন আগের তুলনায় কম গতিতে চলবে। পাশাপাশি, ওই রুটগুলিও সামনে এসেছে। জানা গিয়েছে, দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে রানি কমলাপতি এবং খাজুরাহো যাওয়ার বন্দে ভারত ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হয়েছে।

   

Vande Bharat Express will run at low speed, Indian Railways has decided.

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় রেলের তরফে এখন নয়াদিল্লি এবং আগ্রার মধ্যে কবচ সিস্টেম বসানোর কাজ চলছে। এমন পরিস্থিতিতে, এই সিস্টেম বসানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেনের গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, নিরাপত্তার দিকটি মাথায় রেখেই বন্দে ভারতের গতি কমিয়েছে রেল।

আরও পড়ুন: সরে গেল “পথের কাঁটা”! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চরম সুখবর টিম ইন্ডিয়ার জন্য

জানিয়ে রাখি যে, বাংলায় সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচলের নিরাপত্তার বিষয়ে রেলের উদ্বেগ বেড়েছে। এমতাবস্থায়, রেল দুর্ঘটনা রোধে একাধিক রুটে কবচ সিস্টেম বসানোর জন্য দ্রুত কাজ করছে। ইতিমধ্যেই রেল সমস্ত রুটে এবং ট্রেনে দেশীয় সংঘর্ষ প্রতিরোধী যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করার কাজ ত্বরান্বিত করছে। সেজন্য নিরাপত্তার কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত দ্রুতগতির ট্রেনের গতি কমানো হচ্ছে।

আরও পড়ুন: হেরে ভূত হয়ে এবার গলাবাজি! ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলে শিরোনামে পাকিস্তান

গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে রেল: নয়াদিল্লি থেকে পালওয়াল-আগ্রা রেলওয়ে সেকশনে ট্রেনের গতি কমানোর নির্দেশও জারি করা হয়েছে। জানিয়ে রাখি যে, নতুন দিল্লি-রানি কমলাপতি বন্দে ভারত, হযরত নিজামুদ্দিন-খাজুরাহো বন্দে ভারত এবং নিউ দিল্লি-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি গতিমান এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই রুটে এখন কবচ নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। পালওয়াল এবং আগ্রার মধ্যে প্রায় ৮০ কিলোমিটারে এই কাজটি সম্পন্ন হয়েছে। এই পুরো রেল সেকশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত, এখন ওই ট্রেনগুলির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর