বঙ্গবাসীর জন্য আনন্দ সংবাদ! শুরুর পথে ৪টি বন্দে ভারত মেট্রো, চলবে এই নতুন রুটগুলিতে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ভারতে পাঁচটি রুটে চালানো হতে পারে বন্দে ভারত মেট্রো ট্রেন (Vande Bharat Metro)। এমনটাই দাবি করেছে সংশ্লিষ্ট মহল। সংশ্লিষ্ট মহলের দাবি, পূর্ব রেলের পক্ষ থেকে যে পাঁচটি বন্দে ভারত মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে চারটি পশ্চিমবঙ্গ থেকে চলবে।

পশ্চিমবঙ্গের দুটি স্টেশনের মধ্যে চলবে দুটি বন্দে ভারত মেট্রো। পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে অন্য রাজ্যে যাবে বাকি দুটি বন্দে ভারত মেট্রো। জানা যাচ্ছে এই বন্দে ভারত মেট্রো ট্রেন সপ্তাহে ছয় দিন চলাচল করবে। বন্দে ভারত মেট্রো ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে লিলুয়া ইয়ার্ড, কলকাতা, শিয়ালদা, মালদা, ভাগলপুর এবং আসানসোল ডিপোকে।

রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আজিমগঞ্জ-হাওড়া বন্দে মেট্রো ট্রেন, ভাগলপুর-হাওড়া (ভায়া আজিমগঞ্জ) বন্দে মেট্রো ট্রেন, শিয়ালদা-লালগোলা বন্দে মেট্রো ট্রেন, মালদা টাউন-জামালপুর বন্দে মেট্রো ট্রেন এবং ভাগলপুর-দেওঘর বন্দে মেট্রো ট্রেন চালানোর ব্যাপারে আলোচনা করছে। সংশ্লিষ্ট মহল বলছে, এই ট্রেন চালানোর জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করে রাখতে বলা হয়েছে পূর্ব রেলের তরফে।

Now the railway is going to bring a new train

রেলের পক্ষ থেকে সরকারি তরফে অবশ্য এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। বন্দে ভারত মেট্রো দেশের মধ্যে প্রথম কোন রুটে চলবে সেই বিষয়েও এখনও জানানো হয়নি রেলের পক্ষ থেকে। তবে সূত্রের খবর রেল লক্ষ্যমাত্রা নিয়েছে বন্দে ভারত মেট্রো আগামী ডিসেম্বরের মধ্যে তৈরি করে ফেলার। বন্দে ভারত মেট্রো একটি রুটে দিনে 6 থেকে 8 বার যাতায়াত করতে পারে।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X