দুর্দান্ত খবর! এবার এই দুই শহরের মধ্যে ছুটবে বন্দে ভারত মেট্রো, ‘কানেক্ট’ করবে জনপ্রিয় তীর্থক্ষেত্রকেও

বাংলাহান্ট ডেস্ক : ২০২৮ সালে সিংহস্থ কুম্ভমেলা আয়োজিত হতে চলেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীতে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, কুম্ভ মেলার আগেই বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে উজ্জয়িনীতে। মুখ্যমন্ত্রী জানান, বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) পরিষেবা শুরু হবে উজ্জয়িনী থেকে ইন্দোর পর্যন্ত।

বন্দে ভারত মেট্রো চলাচল করবে ইন্দোর বিমানবন্দর থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির পর্যন্ত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে। রেলমন্ত্রী মধ্যপ্রদেশের একাধিক শহরে বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু করতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর দাবি, বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু হলে বদলে যাবে শহরাঞ্চলের পরিবহণ মানচিত্র।

আরোও পড়ুন : বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, তার আগে বজ্রপাত সহ হালকা ভিজবে এইসব জেলা

ইন্দোর বিমানবন্দর থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির পর্যন্ত বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু হলে সাধারণ বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সবারই উপকার হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, ধীরে ধীরে পুরনো মেট্রো পরিষেবার বদলে বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু হবে। নতুন বন্দে ভারত মেট্রোর ফলে সুবিধা হবে যাত্রীদের।

আরোও পড়ুন : DA দূরের কথা, ১৯ জুলাই ডেডলাইন! এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি কড়া নির্দেশিকা

বিশেষ করে যেসব অঞ্চলে যানজটের সমস্যা রয়েছে, সেসব জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বন্দে ভারত মেট্রো। ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী, এমন দুটি শহরের মধ্যে বন্দে ভারত মেট্রো পরিষেবা শুরু করা হবে যাদের মধ্যে দূরত্ব থাকবে ২৫০ কিলোমিটার। বন্দে ভারত মেট্রো মূলত শুরু করা হবে একই রাজ্যের দুটি শহরের মধ্যে।

features

আপ ও ডাউন মিলিয়ে বন্দে ভারত মেট্রো দিনে একাধিকবার পরিষেবা দেবে যাত্রীদের। তবে বন্দে ভারত মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, যেকোনো সময় মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর