বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) নকশা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল ভারতীয় রেল এবং রাশিয়াল রোলিং স্টক নির্মাতার Transmashholding (TMH) মধ্যে। ধারণ করা হচ্ছিল এই জটিলতার জন্য নির্দিষ্ট সময়ে হয়ত বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ডেলিভারি দিতে পারবে না সংস্থা।
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) নিয়ে নয়া আপডেট
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় রেলের (Indian Railways) সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করে ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগ TMH। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয় ১,৯২০ টি স্লিপার কোচ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এই সংস্থা। মহারাষ্ট্রের লাতুর মারাঠাবাড়া রেল কোচ ফ্যাক্টারিতে শুরু হয় নির্মাণ কাজ।
একাধিক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) নকশায় বদল ও অন্যান্য সুবিধা যোগ করার ক্ষেত্রে সংস্থার সাথে জটিলতা সৃষ্টি হয়েছে ভারতীয় রেলের। রাশিয়াল রোলিং স্টক নির্মাতা Transmashholding (TMH)-কে গত বছর মে মাসে ভারতীয় রেল ডিজাইন সহ একাধিক ক্ষেত্রে বদল আনার পরামর্শ দেয়।
আরোও পড়ুন : ‘বদল চাই,’ এবার মমতাকে খোলা চিঠি অপর্ণাদের, কি লেখা তাতে?
বিশেষ করে বন্দে ভারত স্লিপারের কামরায় টয়লেট ও প্যান্ট্রি কার নিয়ে রদবদলের নির্দেশ দেয় ভারতীয় রেল। TMH এর সিইও কিরিল লিপা জানান, কোচের সম্পূর্ণ লেআউটকে প্রভাবিত করবে এই বদল। এমনকি নতুন ভাবে করতে হবে জানালা, সিট ও অন্যান্য ডিজাইন। ভারতীয় রেল দাবি জানায়, ৩ টে নয়, ৪টে টয়লেট রাখতে হবে কোচে।
তবে একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপারের নকশা সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হয়েছে। প্রতিটি কোচে ৩টি করে টয়লেট ও প্যান্ট্রি কারের মূল নকশা নিয়েই এগোবে প্রকল্প। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “যেহেতু মূল নকশায় কোনও পরিবর্তন নেই, তাই খরচ সংশোধন করার দরকার নেই।”