দুর্দান্ত খবর! ১,২ নয়; আসছে ১০টি বন্দে ভারত স্লিপার! বাংলার ভাগ্যে কটা নতুন ট্রেন জুটল জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) মানচিত্রের সংজ্ঞা বদল করে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে অত্যাধুনিক সেমি হাইস্পিড এই ট্রেন। যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন রুটে চালানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

দেশজুড়ে ছুটবে একাধিক বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)

তবে এবার নতুন বছরে ট্র্যাকে নামতে চলেছে একগুচ্ছ দূরপাল্লার বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রী স্বাচ্ছন্দ্যের দিক থেকে এই ট্রেন পাল্লা দেবে বিশ্বের বিলাসবহুল ট্রেনগুলির সাথে। ভারতীয় রেল টার্গেট করেছে নতুন এই বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রী পরিবহণের জন্য ২০২৫ সালেই ট্র্যাকে নামানোর।

গোটা দেশে ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অত্যাধুনিক প্রযুক্তির বন্দে ভারত স্লিপার ট্রেনে একদিকে যেমন থাকবে যাত্রীদের জন্য একাধিক আরামদায়ক সুবিধা, অন্যদিকে থাকবে যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসি ফাস্টক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার কোচ থাকবে বন্দে ভারত স্লিপারে।

আরোও পড়ুন : আরজি কর কাণ্ডে সুরতহাল নিয়ে ‘বিতর্ক’! আজ ডাকা হবে ‘সেই’ ৩ সাক্ষীকে…

জানা গেছে, প্রতিটি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে থাকবে মোট ১৬ টি কোচ। বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন কোন কোন রুটে চলবে সেই নিয়ে সবার মনেই রয়েছে কৌতূহল। ভারতীয় রেলের (Indian Railways) তরফে অফিশিয়ালি এখনো সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

The first look of the Vande Bharat Sleeper version is out

 

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বন্দে ভারত স্লিপার চলতে পারে দিল্লি-কাশ্মীর ও নয়া দিল্লি-পুনে রুটে। বাকি রুটের ব্যাপারে এখনো জানা যায়নি। সেক্ষেত্রে বাংলা বন্দে ভারত স্লিপার পেতে চলেছে কিনা সেটিও পরিষ্কার নয়। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই রেল কর্তৃপক্ষ বন্দে ভারত স্লিপারের রুট সম্পর্কে বিস্তারিত প্রকাশ করবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X