চোখ ধাঁধানো ব্যবস্থা, বিশ্বমানের সুযোগ সুবিধা! কোন রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সর্বোচ্চ সুবিধা, আরামদায়ক সফরের জন্য নানান পরিষেবার উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেলওয়ে। আর এখন সবথেকে আরামদায়ক ট্রেন সফরের কথা বললেই প্রথমে যে নামটা উঠে আসবে তা হল বন্দে ভারত (Vande Bharat)। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন সবথেকে কম সময়ে আরামদায়ক ভাবে যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। চালু হওয়ার পরেই বন্দে ভারতের (Vande Bharat) জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে আরো একাধিক রুটে চালু করা হয়েছে এই ট্রেন। আর এবার সেই জনপ্রিয়তায় ভর করেই আনা হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন।

বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন আনছে ভারতীয় রেলওয়ে

ভারতীয় রেলওয়ের তরফে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষেই ১০ টি বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর বলছে, কেরলের রুটে চালু করা হবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। তিরুবনন্তপুরম থেকে স্লিপার ট্রেনটি চালানোর কথা ভাবা হচ্ছে বলে খবর রেল সূত্রে। যদিও ট্রেনের সম্পূর্ণ রুট, অর্থাৎ গন্তব্য স্থল এখনো ঠিক করা হয়নি।

Vande bharat sleeper train will run on which route

কতজন যাত্রী সফর করতে পারবেন: বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন সম্পর্কে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা গিয়েছে, এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৬০ কিমি। এসি থ্রি টায়ার, এসি টু টায়ার এবং ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্ট থাকছে ট্রেনে। মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন বন্দে ভারত (Vande Bharat) স্লিপারে। এর মধ্যে এসি থ্রি টায়ারে সফর করতে পারবেন ৬১১ জন, এসি টু টায়ারে ১৮৮ জন এবং ফার্স্ট ক্লাস এসিতে সফর করতে পারবেন ২৪ জন যাত্রী।

আরো পড়ুন : সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতিকে কটাক্ষ, বিতর্কের মাঝে দুই সাংসদকে নিয়ে বড় ‘ঘোষণা’ বিজেপির!

কোন রুটে চলবে প্রথম ট্রেন: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ট্রেনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, তিরুবনন্তপুরম থেকে ম্যাঙ্গালোর রুটে চালু হতে পারে প্রথম ট্রেন। এছাড়াও কন্যাকুমারী-শ্রীনগর এবং তিরুবনন্তপুরম-বেঙ্গালুরু রুটেও বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা সরকারের তরফে করা হচ্ছে বলে খবর।

আরো পড়ুন : ‘নিজেদের ভালো ছবি দেবেন, অথচ…’, মুর্শিদাবাদ ইস্যুতে ট্রোলড ইউসুফ, বিতর্কের মাঝে ব্যাট ধরলেন কুণাল

নানান আধুনিক সুযোগ সুবিধা থাকার জন্য জনপ্রিয় বন্দে ভারত। এবার শোনা যাচ্ছে, বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেনে থাকছে আরো আন্তর্জাতিক মানের কিছু সুযোগ সুবিধা। ইউএসবি চার্জিং পোর্ট, ইন্টিগ্রেটেড রিডিং লাইট, ভিজ্যুয়াল ইনফরমেশন সিস্টেম থেকে পাবলিক অ্যানাউন্সমেন্ট এর ব্যবস্থাও নাকি থাকবে এই ট্রেনে। এছাড়াও সিকিউরিটি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি থাকছে ট্রেনে। কবচ সিস্টেম থাকবে প্রতিটি ট্রেনে। এসি ফার্স্ট ক্লাসে শাওয়ারের বিশেষ ব্যবস্থা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা বার্থ এবং টয়লেটের ব্যবস্থাও থাকবে বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন টিকিটের দাম কত হবে? শোনা যাচ্ছে, ৩ হাজার থেকে প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X