বাংলাহান্ট ডেস্ক: আর কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। সেদিনই দেশে পালিত হবে রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বছরের মতো এ বছরও রাখির মধ্যে দিয়ে পালিত হবে সম্প্রীতির উৎসব।
কিন্তু এ বছর এক নতুন রূপ দেখতে পাবে ভারত। এবছর বারানসি মুসলিম মহিলারাও সামিল হতে চলেছেন রাখি বন্ধন উৎসবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বারানসির মুসলিম মহিলারা নিজের হাতে রাখি বানিয়ে পাঠালেন।
এ প্রসঙ্গে বারানসির এক মুসলিম মহিলা বলেন,”মোদী আজ আমাদের জন্য যা করেছেন এর আগে কোন সরকার আমাদের জন্য তা করেনি,হয়তো ভেবেও দেখেনি তারা, মোদী আজ মুসলিম নারীদের দুর্দশার কথা ভেবে তিন তালাকের মত একটি প্রথাকে সংবিধান থেকে বিলোপ ঘটিয়ে হাজার হাজার মুসলিম নারীকে স্বামীর এবং শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে রক্ষা করেছেন।”
বারানসি মুসলিম নারীদের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকজন। বিভিন্ন প্রান্তের লোকেরা তাদের এই উদ্যোগের জন্য প্রশংসা বার্তা পাঠিয়েছেন। তবে এ ঘটনার তীব্র নিন্দা করেন অল ইন্ডিয়া মুসলিম লীগ। মুসলিম লীগ দাবি করেন মুসলিম মহিলাদের দিয়ে জোর করে মোদি সরকার এ কাজ করাচ্ছে।