বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই চড়া বাজারদর, তার মধ্যে একা টমেটোই (Tomato) দামের দিক থেকে বাজার কাঁপাচ্ছে। আর সেই আকাশছোঁয়া টমেটোর দামকে কটাক্ষ করতে মিমাররা নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লঙ্কা থেকে শুরু করে টমেটো, কাঁচা সবজিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। এমন পরিস্থিতিতে এক উদ্ভট ঘটনা ঘটিয়ে ফেললেন উত্তর প্রদেশের এই বাসিন্দা।
সম্প্রতি বারাণসীর (Varanasi) এক সবজি বিক্রেতা বাউন্সারদের (Bouncers) নিয়োগ করলেন তার দোকানে। না সেই দোকান কোন সোনা বা হিরের নয়, সেই দোকান হল টমেটোর। পাছে কোন টমেটো নষ্ট হয় বা চুরি হয়ে যায়, তাই এই অভিনব ব্যবস্থা নিয়েছেন ঐ ব্যক্তি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমত হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
অজয় ফৌজি নামক ওই সবজি বিক্রেতা জানিয়েছেন, “টমেটোর দাম ব্যাপক বেড়েছে বলেই আমি বাউন্সারদের নিয়োগ করেছি।” সংশ্লিষ্ট ব্যক্তির আরো সংযোজন, “অনেকে এই সময় টমেটো চুরি করে নিয়ে যাওয়ার ফন্দি এঁটেছেন। সেসব যাতে না হয়, তার জন্যই এই পদক্ষেপ।” প্রসঙ্গত, ঐ সবজি বিক্রেতা সমাজবাদী পার্টির একজন কর্মীও বটেন।
দিন কয়েক আগেই সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের সঙ্গে একটি টমেটো আকারের কেকও কেটেছিলেন তিনি। তার কথায়, “টমেটোর দাম নিয়ে মানুষের মধ্যে তর্ক-বিতর্ক শুনতেই পাচ্ছি। আমার দোকানেও লোকজন এসে দাম কমানোর অনেক চেষ্টা করেছিল। সেই সব তর্কের অবসান ঘটাতেই আমি এক্কেবারে পোশাক পরিহিত বাউন্সারদের এখানে নিয়োগ করেছি টমেটোর দেখভাল করতে।”
https://twitter.com/TheSwipeUp/status/1678058037335199744?s=20
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ভারতে ব্যাপক বৃষ্টিপাতের কারণেই বাড়ছে সবজির দাম। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টমেটোর উপর। খুচরো দোকানে তো বটেই পাশাপাশি পাইকারি দোকানের দামও আকাশছোঁয়া। সম্প্রতি ফাস্ট ফুড চেইন ম্যাকডনাল্ডস তাদের বার্গার থেকে শুরু করে অন্যান্য খাবারও টমেটো দেওয়া বন্ধ করেছে বলে খবর।