স্বস্তির খবর! এবার একধাক্কায় নামছে ৫৪ নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম! মাথায় রাখুন লিস্টটা

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছু ওষুধের (Medicine) দামে এবার বিরাট পতন! জীবনদায়ী বেশ কিছু ওষুধের দাম কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করল ভারত সরকার। ১২৪ তম সভায় এইসব ওষুধগুলোর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি দেশে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণের কাজ করে থাকে।

এবারের বৈঠকের ৫৪ টি ওষুধের দাম কমানোর পাশাপাশি, আটটি বিশেষ ওষুধের দাম কমানোর ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খুব। উল্লেখ্য, গত এপ্রিল মাসের শুরুর দিকে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল। অবশেষে শনিবার ৫৪ টি ওষুধ সহ ফর্মুলেশনের দাম নির্ধারণ করে দিল সরকার।

আরোও পড়ুন : বেকারদের জন্য এবার সরকারের বিরাট পদক্ষেপ! ৫ বছরে হবে ৫০,০০,০০০ চাকরি, প্রস্তুত কেন্দ্রের দুর্ধর্ষ প্ল্যান

এই ৫৪ টি ওষুধের তালিকায় রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। তাই বলাই যায়, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির এই সিদ্ধান্তে স্বস্তিতে আমজনতা। এনপিপিএ-র বৈঠকে ৫৪ টি ওষুধের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরোও পড়ুন : বিশ্বের দরবারে আসল ক্ষমতা দেখাল RBI! লন্ডনে মিলল বিরাট পুরস্কার, আন্তর্জাতিক স্তরে ধামাকা ভারতের

এই ওষুধগুলির মধ্যে রয়েছে ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ডি, মাল্টি ভিটামিন, কানের ওষুধ। অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম গত মাসেও কমানো হয়েছিল। শুধু তাই নয়, গত মাসে কিছুটা হলেও দাম কমেছে লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধের।

The price of 800 drugs is going to increase from April 1.

জানা গিয়েছে যে, এসব ওষুধের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা যদি দেখা যায়, ভারতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটিরও বেশি। এদেশে এখন ঘরে ঘরে এই রোগটি সাধারণ হয়ে উঠেছে। এমতাবস্থায় এ ধরনের সমস্যা সংক্রান্ত ওষুধপত্রের দাম কমানো গেলে দেশের মানুষ অনেকটাই স্বস্তি পাবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর