দু একদিন ছুটি পেলে কলকাতা থেকে ঘুরে আসুন এই ৫ সমুদ্র সৈকতে, খরচ শুনলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : আপাতত বর্ষাকাল চলছে বঙ্গে। এই সময় সমুদ্র সৈকতে বেড়াতে যেতে সকলেই ভালোবাসেন। উত্তাল সমুদ্রের মনমুগ্ধকর রূপ দেখতে সমুদ্র সৈকতে গিয়ে থাকেন অনেকেই। বর্ষাকালে সমুদ্র সৈকত গুলিতে জলোচ্ছ্বাস দেখতে প্রচুর ভিড় হয়। তবে এবার দুই একদিনের ছুটি কাটাতে কলকাতার (Kolkata) কাছের এই পাঁচটি সমুদ্র সৈকতে (Sea Beach) যেতেই পারেন। পর্যটকদের ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতিকে উপভোগ করুন একান্তে।

লাল কাঁকড়ার বীচ:- মন্দারমনি থেকে একটু দূরে এগিয়ে গেলে পুরুষোত্তম গ্রামেই রয়েছে লাল কাঁকড়া বীচ। অফ বিট ডেস্টিনেশন হলেও সেখানে পর্যটকদের ভিড় থাকে না। এখানকার মূল আকর্ষণ হল লাল কাঁকড়া। এছাড়াও সূর্যাস্তের দৃশ্য দেখার মত। কলকাতা  (Kolkata) বাড়ি হাওড়া থেকে দীঘা গ্রামের যে কোন ট্রেনে পৌঁছে যান চাউলখোলা স্টেশনে। এরপর টোটো বা অটো করে পুরুষোত্তম গ্রামে লাল কাঁকড়ার বীচে আসুন। থাকার জায়গা রয়েছে বেশ কয়েকটা। আগে থেকে পারলে বুকিং করে নিন।

আরোও পড়ুন : দুই বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা! ধন্য ধন্য করছে গোটা রাজ্য

ডুবলাগিরি:- এই বর্ষায় অফ বিট ডেস্টিনেশন ডুবলাগিরির সমুদ্র সৈকতে ঘুরে আসুন। এটি বাগদা সৈকত নামেও পরিচিত। নির্জন ঝাউবনে ঘেরা সৈকতে পাখির ডাক, সূর্যাস্ত ও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। হাওড়া থেকে ট্রেনে বালেশ্বরে নামতে হবে। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান ডুবলাগিরি। ক্যাম্পিং এর সুবিধা রয়েছে। পাবেন থাকার জায়গাও।

Sea Beach

 

যমুনাসল:- উড়িষ্যাতে যমুনাসল হল একটি অফ বিট সমুদ্র সৈকত। এখানে সমুদ্রের উথাল পাথাল রূপ দেখে আপনি নিমিষেই যেন হারিয়ে যাবেন। নিরিবিলি পরিবেশে থাকছে ক্যাম্পিং এর সুবিধা। নিজের খাবার নিজে তৈরি করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্র থেকে মাছ ধরতেও পারবেন আপনি। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে বাস্তার স্টেশনে নামুন। এরপর ৩১ কিলোমিটার পথ এগিয়ে গেলেই পৌঁছে যাবেন যমুনাসল সমুদ্র সৈকতে।

আরোও পড়ুন : মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতেই গ্রেফতার, তৃণমূল কর্মীর সঙ্গে যা হল…

বগুড়ান জলপাই:- এই সমুদ্র সৈকতের খোঁজ জানেন না অনেকেই। পর্যটক মহলে সেই ভাবে পরিচিত নয়। তাই পর্যটকদের ভিড় থাকে না। ঝাউবনে ঘেরা ছোট্ট একটি দ্বীপ। একটু এগিয়ে গেলেই সমুদ্র সৈকত। স্নিগ্ধ শান্ত পরিবেশে পূর্ণিমা এবং অমাবস্যার সময় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করুন। এখানেও লাল কাঁকড়া পাওয়া যায়। শহরের হট্টগোল থেকে একটু দূরে কোথাও একান্তে কিংবা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর দুর্দান্ত ডেস্টিনেশন এটি। কলকাতা (Kolkata) থেকে গাড়ি করে সরাসরি সেখানে যাওয়া যায়। এবার কাঁথি দীঘা বাস স্টপ থেকে টোটো বা অটো করে পৌঁছে যান এই সমুদ্র সৈকতে। থাকার জায়গার অভাব রয়েছে, তাই আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।

bagda beach .jpg

 লালগঞ্জ সমুদ্র সৈকত:-নামখানা থেকে একটু এগিয়ে গেলেই লালগঞ্জ সমুদ্র সৈকত। চাইলে টোটো করে যেতে পারেন কিংবা কলকাতা (Kolkata) থেকে সরাসরি যেতে পারেন। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সৈকত। হঠাৎ করে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার জন্য দারুণ ডেস্টিনেশন এটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর