আজ থেকে চলবে না বহু ট্রেন, ঘোরানো হল একাধিক এক্সপ্রেসও! বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ফের একাধিক ট্রেন বাতিল (Train cancellation) করা হয়েছে। রেলের পরিকাঠামো সংক্রান্ত কিছু কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেই জানা গিয়েছে। বুধবার দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ্যে আসে। মূলত আদ্রা ডিভিশনে নন ইন্টারলকিংয়ের কাজের কারণেই ট্রেন চলাচল (Train Services) ব্যাহত হবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত।

এই শাখায় বাতিল হয়েছে যে যে ট্রেন:

১৩১৫২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস ট্রেন। সপ্তাহে তিন দিন চলে এই ট্রেনটি। এই ট্রেনের যাত্রা করার কথা ছিল ৩ মার্চ।

০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল ট্রেন যাতায়াত করবে পুরুলিয়া স্টেশন অবধি। এই ট্রেনটির যাত্রা করার কথা ছিল ২, ৩, ৪ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।

তৃতীয় লাইনের কাজ হবে রামপুরহাট ও মুরারই স্টেশনের মধ্যে। সেই কারণে ট্রেন চলাচল ব্যাহত হবে এই লাইনে। রেলের তরফ থেকে জারি করা হয়েছে সেই নির্দেশিকা।

ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে আপ ও ডাউন লাইনে। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হবে ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

free wifi train

ঘুরিয়ে দেওয়া হবে যেসব ট্রেন:

১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, ১৩১৪৯/১৩১৫০ শিয়ালদহ-আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেন গুলি ঘোরানো হবে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা লাইন দিয়ে। ট্রেন থামবে ব্যান্ডেল, কাটোয়া ও আজিমগঞ্জ স্টেশনে। এছাড়াও জানানো হয়েছে ৩০ মিনিট দেরিতে চলবে ১৩৪১৭ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস।

এই সব ট্রেনগুলিতে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন, তাই এই ট্রেন চলাচল ব্যহত হলে অনেকেরই অসুবিধা হতে পারে। সে কারণে আগে থেকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর