BSNL-এর চমৎকার পরিষেবা! সেট টপ বক্স ছাড়াই এবার চোখ রাখুন একাধিক টিভি চ্যানেলে

বাংলাহান্ট ডেস্ক : বিএসএনএল (BSNL) ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (IPTV) পরিষেবা চালু করেছে। এ জন্য সিটি অনলাইন মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্রডব্যান্ড গ্রাহকদের (Broadband Customers) আইপিটিভি পরিষেবা দেওয়া হবে। উলকা টিভি ব্র্যান্ডের অধীনে আইপিটিভি পরিষেবা প্রদান করা হবে জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্র্যান্ডটি সিটি অনলাইন মিডিয়া প্রাইভেট লিমিটেডের অধীনের একটি সংস্থা। নতুন আইপিটিভি পরিষেবাতে, সংস্থাটি 1000 টিরও বেশি টিভি চ্যানেল অফার করবে গ্রাহকদের।
এই পরিষেবার জন্য ব্রডব্যান্ড সংযোগ থাকা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএনএল ব্রডব্যান্ড গ্রাহকদের এর জন্য আলাদা টিভি এবং ব্রডব্যান্ড সংযোগ নিতে হবে না। চ্যানেল তালিকা এখনও নিশ্চিত করা হয়নি।

তবে, আগামী সময়ে কোম্পানিটি এ সম্পর্কে আরও তথ্য শেয়ার করবে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে আইপিটিভি বা ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন একটি অনলাইন পরিষেবা। এটির মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের টিভি বা স্মার্টফোনে ভিডিও এবং লাইভ টিভি স্টিম করতে পারে।

Television

বিএসএনএল-এর ক্ষেত্রে, এই পরিষেবাটি উল্কা টিভির অধীনে দেওয়া হবে। এর জন্য উলকা টিভি অ্যাপ রয়েছে যা টিভি বা স্মার্টফোনে ডাউনলোড করা যায়। BSNL শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে এই পরিষেবা চালু করেছে। তবে আগামী সময়ে এটি অন্য জায়গায় চালু করা হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর