ভীষণ গুরুত্বপূর্ণ! সবসময় সঙ্গে রাখতেই হবে এই ৪ টি কার্ড! না জানলে পস্তাবেন সবসময়

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক নাগরিকের বেশ কিছু ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক। শুধু নিজেদের পরিচয় পত্র হিসাবে নয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি সুবিধা লাভ করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন কার্ডের (Card)। ক্ষেত্র বিশেষে এই কার্ডগুলি ভিন্ন হয়ে থাকে। গত কয়েক বছরে এই ধরনের বেশ কিছু কার্ড প্রচলন করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব এমন চারটি কার্ড (Card) সম্পর্কে যেগুলি প্রত্যেক নাগরিকের থাকা অবশ্যই বাঞ্ছনীয়।

এই কার্ডগুলির (Card) মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি সুবিধার লাভ ওঠাতে পারবেন।

• আধার কার্ড : বর্তমানে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ, আধার নম্বর ছাড়া সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিকের আধার কার্ড বাধ্যতামূলক। আধার নম্বরের সাথে সংযুক্ত থাকে নাগরিকের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা সহ বিভিন্ন তথ্য। তাই বর্তমানে প্রত্যেক ভারতীয়র কাছে অন্যতম প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে আধার কার্ড।

Pan-Aadhaar Link

• প্যান কার্ড : আয়কর বিভাগের পক্ষ থেকে জারি করা প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আর্থিক লেনদেনের জন্য। প্যান কার্ড বাধ্যতামূলক নয়। তবে ব্যাংক, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে টাকা লেনদেন, এসব ক্ষেত্রে প্রয়োজন হয় প্যান কার্ডের। একজন ভারতীয় নাগরিকের আর্থিক লেনদেনের উপর নজর রাখতেই প্যান কার্ডের প্রচলন। এছাড়াও আয়কর রিটার্ন করতে প্রয়োজন হয় প্যান কার্ডের। চাকরি হোক কিংবা ব্যবসা, প্রত্যেকটি কর্মজীবী মানুষের জন্যই প্যান কার্ড প্রয়োজনীয় একটি নথি।

আরোও পড়ুন : নবরাত্রিতে একরত্তি ছেলেকে নিয়ে এ কি করলেন জিৎ? তাজ্জব বনে গেলেন সবাই

• ই-সঞ্জীবনী কার্ড : ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে ই-সঞ্জীবনী কার্ড। এই কার্ড থাকলে চিকিৎসকের সাথে ঘরে বসেই পরামর্শ করা যাবে।

Card

• স্বাস্থ্য সাথী কার্ড : পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা পাওয়া যায়। তৃণমূল সরকারের আমলে অন্যতম জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে এটি। স্বাস্থ্য সাথী কার্ড থাকলে পশ্চিমবঙ্গের যেকোনও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। এমনকি ভেলোরেও স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণযোগ্য।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর