আপনার ব্যক্তিত্বের খুঁটিনাটি লুকিয়ে রয়েছে আঙুলের ছাপেই! দেখুন, Finger Print’র রকমফের

বাংলাহান্ট ডেস্ক : আপনার হাতের আঙুলের ছাপ (Finger Print) আপনার সম্পর্কে বলে দিতে পারে অনেক কিছু। আপনার শক্তি, দুর্বলতা এবং আচরণগত প্রবণতাকে আরও ভালভাবে উপলব্ধি করতে আঙুলের ছাপ অত্যন্ত সঠিক বিশ্লেষকের ভূমিকা পালন করতে পারে। একটি সাদা কাগজে ফিঙ্গারপ্রিন্ট (Finger Print) প্যাডের মাধ্যমে আপনার আঙুলের ছাপ বসিয়ে জেনে নিতে পারেন অনেক কিছু। স্নায়ুবিজ্ঞান, জেনেটিক্স, ডার্মাটোগ্লিফিক্স এবং মনোবিজ্ঞানের মাধ্যমে আঙুলের ছাপের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজ জেনে নেব।

আঙুলের ছাপের (Finger Print) বৈশিষ্ট্য

লুপ যুক্ত আঙুলের ছাপ: এই ধরনের ছাপ যুক্ত মানুষেরা শান্ত ও নরম স্বভাবের হয়ে থাকেন। এনারা খুবই চিন্তাশীল হন। যেকোনো উদ্যোগ গ্রহণে খুবই পারদর্শিতার প্রদর্শন করেন। সহানুভূতিশীল ও উদার মনস্ক হওয়ায় এই ধরনের মানুষের জীবনে বন্ধুর সংখ্যা অনেক হয়ে থাকে। সুজনশীলতার উপর থাকে বিশেষ ঝোঁক। নতুন জিনিস শিখতে ও জানতে সর্বদা উৎসুক হয়ে থাকেন এরা।

আরোও পড়ুন : আরো বিপাকে কানাডা প্রশাসন, হিন্দু মন্দিরে হামলার ঘটনায় মোদীর টুইট, করলেন বিষ্ফোরক দাবি!

বক্র রেখা যুক্ত আঙুলের ছাপ : উদ্যমী, বাস্তববাদী, সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন এই ধরনের মানুষেরা। যাদের আঙুলের ছাপের মধ্যে বক্র রেখা থাকে তারা প্রচণ্ড এক গুঁয়ে হয়ে থাকেন। এই ধরনের মানুষেরা একদমই অলসতা পছন্দ করেন না। নিজেদের উদ্যোগে প্রচেষ্টার মাধ্যমে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন।

Finger Print

ঘূর্ণায়মান রেখা যুক্ত আঙুলের ছাপ : এই ধরনের মানুষেরা নিজেরাই সর্বেসর্বা। যেকোনো কঠিন কাজ একাই করতে সিদ্ধহস্ত। এই ধরনের মানুষেরা কাউকে তোয়াক্কা করেন না। সময়ের সাথে এরা যেন এক একটা নেকড়ে বাঘ হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে এই ধরনের মানুষেরা স্বাধীনতায় বিশ্বাসী। তাই সব সময় সবার মন জুগিয়ে চলা হয়ে ওঠে না এদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর