বাংলাহান্ট ডেস্ক : চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন থাকে অনেকের। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে এমবিবিএস , বিডিএস বা অন্যান্য ডাক্তারি কোর্স (Medical Course)। তবে MBBS , BHMS, BAMS বা BDS কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রত্যেককে ক্লিয়ার করতে হয় NEET UG ও অন্যান্য প্রবেশিকা পরীক্ষা। যদি আপনি NEET UG পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও চিকিৎসা ক্ষেত্রে নিজের ভবিষ্যত গড়ে তোলার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোর্স (Medical Course)
এই প্রতিবেদনে আমরা এমন কিছু মেডিকেল কোর্স (Medical Course) সম্পর্কে আপনাদের জানাচ্ছি যেখানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরেই ভর্তি হতে পারেন। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য দিতে হয় না কোনও রকম প্রবেশিকা পরীক্ষা। এই কোর্সগুলি (Medical Course) করে চিকিৎসা ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ গড়ে প্রতিমাসে রোজগার করতে পারেন লক্ষ লক্ষ টাকা।
আরোও পড়ুন : দর্শক খুইয়ে হু হু করে কমছে নম্বর, বিপদের মাঝেই সিরিয়াল ছাড়লেন নায়িকা! বড় ধাক্কা চ্যানেলে
• ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT): ল্যাবরেটরি প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে সহায়ক DMLT কোর্স। ২ বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম DMLT সম্পন্ন করতে পারেন ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।
• ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান (EMT) : রোগীদের আপৎকালীন পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকেন ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ানরা। কম সময়ের মধ্যে EMT কোর্স সম্পন্ন করে শুরু করতে পারেন উপার্জন।
আরোও পড়ুন : দেরিতে রেজিস্ট্রেশন! একসাথে বাতিল CU-র ৩০০ জনের পরীক্ষা
• সার্টিফিকেট ইন পেইন ম্যানেজমেন্ট : বিভিন্ন রকমের শারীরিক ব্যাথা, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শেখানো হয় এই কোর্সে। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) থেকে সম্পন্ন করতে পারেন এক বছরের সার্টিফিকেট ইন পেইন ম্যানেজমেন্ট কোর্স।
• সার্টিফিকেট ইন জেরিয়াট্রিক কেয়ার অ্যাসিস্ট্যান্স (CGCA): বৃদ্ধ রোগীদের যত্ন ও সুশ্রূষা সম্পর্কে ধারণা দেওয়া হয় এই কোর্সে। ৬ মাসের CGCA কোর্স সম্পন্ন করতে পারেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে।
• সার্টিফিকেট ইন ফুড অ্যান্ড নিউট্রিশন : ৫ মাস থেকে ১২ মাসের সার্টিফিকেট ইন ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স উপলব্ধ রয়েছে। এই কোর্স সম্পূর্ণ করে পুষ্টিবিদ হিসাবে কাজ শুরু করতে পারেন।