বাংলা হান্ট ডেস্কঃ শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউত PMC ব্যাঙ্ক দুর্নীতি মামলায় মঙ্গলবার ED-র সামনে পেশ হবেন না বলে জানিয়ে দেন। উনি এজন্সির কাছে পাঁচ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন। এই নিয়ে তিনবার এজেন্সি ওনাকে সমন পাঠিয়ে পেশ হওয়ার কথা বলেছিল। এর আগে দুবার তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে পেশ হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।
Maharashtra: Shiv Sena MP Sanjay Raut's wife Varsha will not appear before Enforcement Directorate (ED) today in PMC Bank scam case. She has sought time from the agency till January 5.
— ANI (@ANI) December 29, 2020
গত বছর সেপ্টেম্বর মাসে RBI মহারাষ্ট্র অ্যান্ড পাঞ্জাব ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমা নির্ধারণ করে দিয়েছিল। ৪ হাজার ৩৩৫ কোটি টাকার দুর্নীতি সামনে আসার পর পিএমসি ব্যাঙ্কের গতিবিধি সীমিত করে দেওয়া হয়েছিল। এরপর ইডি হাউসিং ডেভলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মালিকানা হকের ৩ হাজার ৮৩০ কোটি টাকার অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
স্ত্রীকে ইডির তরফ হইতে সমন পাঠানোর পর থেকেই সঞ্জয় রাউন কেন্দ্র সরকারকে নিশানা করে চলেছে। মঙ্গলবারও তিনি কেন্দ্র সরকারকে নিজের চেনা ছন্দে আক্রমণ করেন। উনি ট্যুইট করে লেখেন, ‘তুমি হাজার চেষ্টা করে নাও আমাকে বদনাম করার, আমি যখনই অসহায় হয়ে পড়ি, তখন দ্বিগুণ গতিতে বেড়ে উঠি।”
तुम लाख कोशिश करलो
मुझे बदनाम करने की
मैं जब भी बिखरा हूँ
दुगनी रफ्तार से निखरा हूँ…— Sanjay Raut (@rautsanjay61) December 29, 2020
ইডি-র সমন নিয়ে সোমবার রাউত প্রেস কনফারেন্স করে বলেন, ‘বিগত এক বছরে শরদ পাওয়ার, একনাথ খড়্গে আর প্রতাপ সরনায়ককে নোটিশ পাঠানো হয়েছিল, তখন আপনারা সবাই আমার নাম নিয়ে চর্চা করছিলেন। এরা সবাই মহারাষ্ট্রে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এগুলো শুধু কাগজের টুকড়ো, আর কিছুই না। ঘরের মহিলাদের নিশানা করা কাপুরুষের কাজ। আমি কাউকে ভয় পাই না, আর এরকম ভাবেই প্রতিক্রিয়া দেব। ইডি-র কিছু কাগজের দরকার ছিল, যেটা আমরা সময়ের মধ্যে তাঁদের দিয়ে দিই।”