১০ বছরের অভিনয় কেরিয়ারে ইতি! নয়া পথে হাঁটতে চলেছেন বরুণ ধাওয়ান

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের (Bollywood) যে কয়েকজন নামিদামি তারকা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। অভিনেতার ফিগার এবং স্টাইলে মুগ্ধ নারী ভক্তরা। ২০১২ সালে করণ জোহারের হাত ধরে অভিনয় জগতে রেখেছিলেন পা তিনি। মাত্র ১০ বছরের মধ্যেই নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন বলি দুনিয়ায়।

২৪ শে এপ্রিল ৩৬ বছর বয়সে পদার্পণ করলেন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। ১০ বছরের অভিনয় জগতে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তবে কোভিড পরবর্তী সময় বদলে যায় অভিনেতার জীবন। নানান ধরনের চরিত্রে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুত করছেন অভিনেতা।

Varun Dhawan

সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। এই ছবিতে বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ আটকাতে গিয়ে নিজের বিয়ে ভেঙে যেতে বসেছিল বরুণের। আবার ‘ভেড়িয়া’ ছবিতে তিনি ধরা দিয়েছেন একেবারে অন্যরকম চরিত্রে। এই ছবিতে নেকড়ে হয়ে উঠেছেন তিনি। দর্শক মনে ধরিয়েছেন হয়। তবে এবার ১০ বছরের অভিনয় জগতে ইতি টানতে চলেছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অন্তত তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

Varun Dhawan

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বরুণ ধাওয়ানের এক সাক্ষাৎকর। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘তিনি এমন কিছু ছবিতে কাজ করতে চান যেখানে চরিত্রটাই হবে মূল বিষয়বস্তু। যে চরিত্রটা তাকে আনন্দ দেবে। আর সেটার জন্য যদি তাকে পারিশ্রমিক কমাতে হয় তাতেও তিনি রাজি’। অভিনেতার সংযোজন, ‘যদি নিজের ভেতরে শিল্প সত্তাকে সন্তুষ্ট করা না যায় তাহলে ছবিতে কাজ করে কোন লাভ নেই। আমি ভালো সিনেমাতে কাজ করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য’।

Varun Dhawan

২০১২ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন বরুণ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাবা ডেভিড ধাওয়ান পরিচালনার জগতে বিখ্যাত নাম হলেও স্টারকিড হিসেবে নিজের পরিচয় না গড়ে নিজের অসাধারণ অভিনয় দিয়েই তিনি জিতেছেন ভক্তদের মন। খুব শীঘ্রই নীতেশ তেওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ এর রিমেক।


additiya

সম্পর্কিত খবর