সারা ব‍্যক্তিগত মেসেজ পাঠানোয় প্রচণ্ড ক্ষুব্ধ প্রেমিকা নাতাশা, ক‍্যামেরার সামনেই বিষ্ফোরক বরুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বরুন ধাওয়ান (varun dhawan) ও সারা আলি খানের (sara ali khan) আগামী ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তার আগেই সারাকে নিয়ে বিষ্ফোরক অভিযোগ করলেন বরুন। ক‍্যামেরার সামনেই তিনি স্বীকার করলেন সারার তাঁকে ক্রমাগত ব‍্যক্তিগত মেসেজ পাঠানোয় অত‍্যন্ত রেগে যান প্রেমিকা নাতাশা দালাল (natasha dalal)।

সম্প্রতি জনপ্রিয় শো ‘দ‍্য কপিল শর্মা শো’ তে এসেছিলেন বরুন ও সারা সহ কুলি নাম্বার ওয়ানের টিম। সেখানেই সারা জানান, তাঁর ‘ফ্রি’ জিনিস খুব পছন্দ। মাঝে মাঝে জুতোর ছবি শেয়ার করেন তিনি। একটা সময় বরুনকেও ট‍্যাগ করতে শুরু করেন তিনি তাতে। আর এতেই ‘অন‍্য একজন’ রাগ করতো বলে মন্তব‍্য করেন বরুন।


বোঝাই যায়, নিজের প্রেমিকা নাতাশার কথাই বলছেন তিনি। মাঝখান থেকে ফুট কেটে সারা বলেন, ‘ও ছাড়ো। এখন তো আমি তোমাকে ছুঁতে পারি’। সারার কথায় সকলেই হেসে ওঠেন। বরুন আরো জানান, সারার সঙ্গে শুটিংয়ের সময় কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল তিন জনেই তাঁকে মেসেজ করে বলেছিলেন সারার থেকে সাবধানে থাকতে।

প্রসঙ্গত, বরুন ও সারার কুলি নাম্বার ওয়ান আসলে পরিচালক ডেভিড ধাওয়ানের ১৯৯৫ সালের ছবি কুলি নাম্বার ওয়ানের রিমেক। সেই ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা ও করিশ্মা কাপুর। রিমেক ছবিটির পরিচালনার দায়িত্বেও দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ানকে।

বরুন ও সারা ছাড়াও এই ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব ও জাভেদ জাফরি। আগামী ২৫ ডিসেম্বর OTT প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে কুলি নাম্বার ওয়ান।

সম্পর্কিত খবর

X