জুতো পরেই দায়সারা গোছের প্রণাম! হনুমানজিকে অপমানের অভিযোগে কাঠগড়ায় বরুন ধাওয়ান

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ও দক্ষিণী ছবির মধ‍্যে বিবাদ যবে থেকে শুরু হয়েছে, তখন থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির তারকাদের বিরুদ্ধে নিজেদের রীতিনীতি, সংষ্কৃতিকে অবমাননার অভিযোগ উঠেছে। এবারে অভিনেতা বরুণ ধাওয়ানের (Varun Dhawan) কর্মকাণ্ড যেন কিছুটা এই অভিযোগকেই মান‍্যতা দিল। জুতো পরেই হনুমানজিকে প্রণাম করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন বরুন।

সম্প্রতি একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। সেখানে জুতো পরে হনুমানজিকে প্রণাম করতে দেখা গিয়েছে অভিনেতাকে। ভিডিওতে তাঁকে একটি বাড়ির সরু প্রবেশপথ দিয়ে ঢুকতে দেখা যাচ্ছে। সেখানেই ছিল একটি মন্দির। জুতো পরেই মাথা নীচু করে মন্দিরে প্রণাম ঠোকেন বরুন।

Varun Dhawan
ভিডিওটি ভাইরাল হতে অভিনেতার এই ভুল নজর এড়ায়নি নেটনাগরিকদের। এই প্রচার কৌশলের কি আদৌ কোনো দরকার ছিল? এভাবে তো নিজেরই মুখ ছোট করলেন বরুন, দাবি নেটিজেনদের। একজন লিখলেন, ‘মাথায় বুদ্ধি নেই নাকি বরুনের? জানেন না জুতো খুলে হনুমানজির পা ছোঁয়া উচিত? এভাবে কি ঈশ্বরকে দয়া করছেন নাকি তিনি!’

অনেকেই কটাক্ষ করেছেন, শো অফ করতেই ব‍্যস্ত বরুন। মন্দিরে ঠিকঠাক ভাবে প্রণাম টুকুও করার সময় নেই তাঁর কাছে! শুধুমাত্র ক‍্যামেরায় দেখাতে হবে বলেই দায়সারা গোছের কপালে হাত ঠেকানো। বরুনের কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ নেটপাড়ার বাসিন্দারা।

https://www.instagram.com/reel/CdnwG5DDPPb/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আগামীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে বরুনকে। এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর ফের বলিউডে ‘কামব‍্যাক’ করছেন নীতু কাপুর। এছাড়াও রয়েছে বড় চমক। জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তা কোলিকে দেখা যাবে অনিল নীতুর সঙ্গে অভিনয়ে। এছাড়াও ভেড়িয়া ছবিতে কৃতি সানন এব‌ং জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করবেন বরুন।  এটি একটি হরর কমেডি ঘরানার ছবি বলে জানা যাচ্ছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর