রথযাত্রাতেই বাড়িতে বসান এই ৫ গাছ! সংসারে পড়বে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ! তাই প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকে বাঙালি। এই যেমন দেখতে দেখতে এসেই পড়ল পবিত্র রথযাত্রা (Rathyatra)। আর রথের রশিতে টান পড়া মানেই সময় এসে মা দুর্গার মর্ত্যে আসার। দুর্গাপূজা মানেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব। আর এই রথের দিন থেকেই খুঁটি পুজোর মধ্যে দিয়েই শুভ সূচনা হয়ে যায় এই দুর্গাপুজোর।

তবে সনাতনী বিশ্বাস অনুসারে রথের দিনটিকে আরও নানা কারণে ভীষণই পবিত্র বলে মনে করা হয়। তাই এই পৃথিবীতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ (Plantation) করলে সংসারে উপচে পড়ে সুখ-শান্তি।  হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয়, রথের বিশেষ তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ (Plantation) করা খুবই শুভ।

বলা হয় রথযাত্রায় সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয় বাস্তু দোষ (Vastu Tips)। বহু বাধা বিঘ্ন পেরিয়ে সংসারে বিরাজ করে সুখ-সমৃদ্ধি। তাই রথের দিনেই কেউ যদি বাড়িতে বা অফিসে লাকি ব্যাম্বু বা শুভ বাঁশ গাছ নিয়ে আসেন তাহলে তা জীবনে নিয়ে আসবে সুখ সমৃদ্ধি।

আরও পড়ুন: পর্দার প্রেম গড়াল বাস্তবে? লাদাখে রণজয়ের বাহুলগ্না শ্যামৌপ্তি, উষ্ণ ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

একইভাবে এই রথ যাত্রার দিনে কেউ যদি বাড়ির উত্তর-পশ্চিম কোণে নিম গাছ রোপণ করেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু মনে রাখবেন ভুল করেও যেন উত্তর-পশ্চিম দিক ছাড়া অন্য কোন দিকে নিম গাছ রোপণ না করা হয়। তাহলে কিন্তু বাড়ির উপর অশুভ প্রভাব পড়ে।

tree

একইভাবে রথযাত্রায় বাড়ির উত্তর পূর্ব দিকে কলাগাছ বসানোও  অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ কেউ চাইলে তুলসিগাছের পাশেও রাখতে পারেন কলাগাছ৷ মঙ্গলদায়ক এই গাছের নিত্যপুজোও করাও শুভ বলে মনে করা হয়৷ এই বিশেষ দিনে বাড়ির দক্ষিণ কিংবা পশ্চিম কোণে নারকেল গাছ রোপণ করলেও সংসারে পড়ে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি৷ তবে খেয়াল রাখতে হবে নারকেলগাছের ছায়া যেন বাড়িতে না পড়ে।

Tree 3

এছাড়া রথযাত্রা তিথিতে শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা  রোপণ করাও খুবই শুভ। এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তাই এই রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনও একটি গাছ কিন্তু নিজেদের বাড়িতে রোপণ করতে ভুলবেন না আপনিও৷ এই গাছের মধ্যে যে কোনো একটি বসলে বাড়িতে সুখ, শান্তি, কিংবা ধোন সম্পদের অভাব হবে না কোনোদিন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর