মাধবন-পুত্র নয়, বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করতে চান সোনাজয়ী বেদান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেশের নতুন প্রতিভাদের মধ‍্যে অন‍্যতম নাম হয়ে উঠেছেন আর মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। জাতীয় স্তরের সাঁতাড়ু বেদান্ত ইতিমধ‍্যেই দু দুটি রূপো ও সোনার পদক এনে দিয়েছে দেশকে। ছেলের সাফল‍্যে গর্বিত অভিনেতা। বাবার মতো অভিনয়ে না আসুক, নিজের দক্ষতায় এই কম বয়সেই গোটা দেশের মুখ উজ্জ্বল করছে বেদান্ত। এ কি কম কথা নাকি?

আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে পদক জিতে আনার পর বেদান্ত জানান, বাবার ছত্রছায়ার থাকতে চান না তিনি। নিজের আলাদা করে নাম হোক, সেটাই চান বছর ১৬ র সুইমিং চ‍্যাম্পিয়ন। জাতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বেদান্ত বলেন, “আমি বাবার ছত্রছায়ায় থাকতে চাইনি। আমি নিজের নাম তৈরি করতে চেয়েছিলাম। শুধু আর মাধবনের ছেলে হয়ে থাকতে চাইনি আমি।”


বেদান্ত এখন নিজের যোগ‍্যতায় জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু বাবা মায়ের অবদান ভুলে যাননি তিনি। বেদান্তের কথায়, “ওঁরা সবসময় আমার খেয়াল রাখেন। দুজনেই এত কিছু করেছেন আমার জন‍্য। আমার বাবা মা সবথেকে বড় ত‍্যাগ যেটা করেছেন সেটা হল সব ফেলে দুবাইতে গিয়ে থাকা।”

অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছেন বেদান্ত। ছেলেকে সাহায‍্য করছেন মাধবনও। দেশে এই মুহূর্তে অলিম্পিক প্রস্তুতির জন‍্য উপযুক্ত ব‍্যবস্থাপনা নেই বলেই মত তাঁর। তাই বেদান্তকে নিয়ে দুবাই চলে গিয়েছেন তিনি। ছেলের প্রস্তুতির জন‍্য সেরা সুযোগ সুবিধা দিতে চেয়েছেন মাধবন দম্পতি। সে কারণেই দুবাই পাড়ি তাঁদের।

কিছুদিন আগেই ড‍্যানিশ ওপেন সুইমিং মিটে ভারতের হয়ে প্রতিযোগিতা করেছেন বেদান্ত। পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। জিতেছেন স্বর্ণ পদক। তার আগে ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রূপোর পদক জিতেছিলেন বেদান্ত।

X