জ্ঞানবাপীর পর এবার মথুরা মসজিদেও ভিডিওগ্রাফি! নির্দেশ এলাহাবাদ আদালতের

বাংলাহান্ট ডেস্ক : বারাণসী নিম্ন আদালত (Varanasi Lower Court) এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) এবং শৃঙ্গারগৌরী মন্দির মামলার যখন শুনানি চলছিল, তারই মধ্যে ওই মামলাকে হাতিয়ার করে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ঈদগা মসজিদ নিয়ে অনুরূপ মামলা দায়ের হয়। সেখানে মামলাকারীর বক্তব্য ছিল, শাহী ঈদগা মসজিদেও হিন্দু মন্দিরের নিদর্শন রয়েছে। সেই অংশ হিন্দুদের ফিরিয়ে দিক আদালত। বারাণসীর আদালতের মতো মথুরার (Mathura) ক্ষেত্রেও এলাহাবাদ আদালত (Allahabad Court) ভিডিও সমীক্ষার নির্দেশ দিল।

রামজন্মভূমি বিতর্কের পরবর্তী সময়ে কাশী এবং মথুরা। দীর্ঘদিন ধরেই সেদিকে নজর ছিল বিশ্ব হিন্দু পরিষদের। যা নিয়ে স্লোগানও তুলেছিল সংঘ পরিবারের এই শরিক- ‘অযোধ্যা পে ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়।’ ইতিমধ্যে কাশীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক তুঙ্গে। সমীক্ষা হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করে সেখানে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।

মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান হিসাবে পরিচিত অংশেই শাহী ঈদগা মসজিদ দাঁড়িয়ে আছে এমন দাবি করে মসজিদ সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে মথুরার আদালতে একগুচ্ছ মামলা আগেই দায়ের হয়েছে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক নির্দেশে নিম্ন আদালতকে নির্দেশ দেয় মাস চারেকের মধ্যে সেই মামলাগুলির নিষ্পত্তি করে দিতে। এরই মধ্যে যুক্ত হয়েছে নতুন মামলাও।

mathura idgah

জানা যাচ্ছে, গত ১৩ মে দায়ের হওয়া মামলাটি করেছিলেন নারায়ণী সেনা নামের একটি সংগঠনের জাতীয় সভাপতি মণীশ যাদব। তাঁর বক্তব্য ছিল, শাহী ইদগা মসজিদের ভিতরে হিন্দু মন্দিরের বহু নিদর্শন রয়েছে। সেগুলি নষ্ট করে ফেলার আগে ভিডিও সমীক্ষা করা প্রয়োজন। প্রসঙ্গত, মণীশ যাদব শ্রীকৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার সংক্রান্ত একটি মামলারও মূল আবেদনকারী।


Sudipto

সম্পর্কিত খবর